Howrah: আনিস খানের পরিবারের অভিযোগ ‘খুনের হুমকি দিচ্ছে তৃণমূল’

পঞ্চায়েত ভোটে সিপিআইএমের প্রার্থী হয়েছেন রহস্যজনকভাবে মৃত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) দাদা। সেই কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আনিস…

পঞ্চায়েত ভোটে সিপিআইএমের প্রার্থী হয়েছেন রহস্যজনকভাবে মৃত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) দাদা। সেই কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আনিস খানের বাবা সালেম খান।

আনিস খানের বাবা জানিয়েছেন, “আমি নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি যেন সুস্থভাবে ভোটটা করাতে পারি। আমি আমার মেজো ছেলে সহ আমাদের গোটা পরিবারের নিরাপত্তার জন্য দাবি করছি। কারণ আমাদের হুমকি দেওয়া হচ্ছে ওরা যে কোনদিন আমাদের খুন করে দিতে পারে। আমরা পুলিশের উপর নির্ভরশীল নই তারাও তৃণমূলের সহযোগী।

সিপিআইএম প্রার্থী শামসুদ্দিন খান জানিয়েছেন, “আমাকে বারংবার বলা হচ্ছে ভোট করতে দেব না। চুরি করবো ছাপ্পা মেরে ভোটে জিতব। তারপরে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে তৃণমূল। আমরা খুব ভয়-ভীতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। মহামান্য আদালতের কাছে আমার দাবী আমাদের যেন নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হয়”।

উল্লেখ্য, ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি মাসে মৃত্যু হয় আমতার SFI ছাত্রনেতা আনিস খানের। তার মৃত্যু নিয়ে তৈরি হয় একাধিক ধোয়াশা। যদিও তাঁর মৃত্যুর রহস্যভেদ করতে তৈরি করা হয়েছিল সিট। এই যুব ছাত্রনেতার মৃত্যুতে উত্তাল হয়েছিল গোটা বাংলা। প্রতিবাদের পথে নেমেছিল বাম নেতৃত্ব।