Paschim Medinipur: আদিবাসীদের টাকা আত্মসাৎ, TMC নেতাকে গাছে বেঁধে ব্যাপক মারধর

গ্রাম জুড়ে উল্লাস 'খেলা হচ্ছে খেলা হবে!'

টাকা নিয়েছিস এবার ফেরত দে বলেই শুরু হলো লাঠি পেটা। গাছে বেঁধে তৃণমূল নেতাকে (TMC) পেটাতে শুরু করলেন গ্রামবাসীরা। নেতা প্রাণভয়ে বলছে স্যার ছেড়ে দিন। তবে পেটানি থামেনি। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ডেবরা (Debra) সরগরম। তৃণমূল নেতাকে মারধরের ছবিতে রাজ্য জুড়ে শোরগোল। এলাকাবাসীর দাবি খেলা হচ্ছে। খেলা হবে।

Advertisements

Paschim Medinipur: আদিবাসীদের টাকা আত্মসাৎ, TMC নেতাকে গাছে বেঁধে ব্যাপক মারধর
অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন ডেবরার তৃণমূল কংগ্রেস নেতা ও ব্লকের প্রাক্তন সভাপতি দিলীপ পাত্র। তার কাছে টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকার করেন ওই নেতা।

   

শনিবার সকালে স্থানীয় আদিবাসীরা ওই তৃণমূল নেতাকে গাছের সঙ্গে দড়ি বেঁধে রেখে রাখেন। শুরু হয় মারধর। অভিযোগ, আদিবাসী ছেলেমেয়েদের চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তৃণমূল নেতা।

সম্প্রতি পূর্ব মেদিনীপুরের ভগবানপুরেও প্রতারণার অভিযোগে তৃণমূল নেতার ছেলেকে পেটানোর ঘটনা ঘটে।নেতার ঘরে ভাঙচুর হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements