Sunday, December 7, 2025
HomeShort NewsPaschim Medinipur: করমণ্ডলের আহত যাত্রীদের বহনকারী বাসও দুর্ঘটনার কবলে

Paschim Medinipur: করমণ্ডলের আহত যাত্রীদের বহনকারী বাসও দুর্ঘটনার কবলে

- Advertisement -

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় আহত যাত্রীদের মেদিনীপুরে নিয়ে (paschim medinipur) আসার পথে দুর্ঘটনায় পড়ল বাস। শনিবার বিকেলে ৬০ নাম্বার জাতীয় সড়কে একটি পিকআপ ভ্যানের সঙ্গে ওই বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এর ফলে অল্প বিস্তার চোট পান অনেক যাত্রীই।ঘটনার পর জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। বাসটির যাত্রীরা সুস্থ আছেন।

   

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ওড়িশার বালেশ্বর। শুক্রবার করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর হামসফর এক্সপ্রেস ও পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুশো অধিক যাত্রী।আহতের সংখ্যা হাজার ছুঁইছুঁই। চলছে উদ্ধার কাজ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular