Balasore Train Accident: খুবই গুরুতর ঘটনা, পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ: প্রধানমন্ত্রী

বালেশ্বরের বাজার এলাকায় দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পর এবং আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রেন দুর্ঘটনা নিয়ে কড়া বার্তা দিলেন শনিবার। প্রধানমন্ত্রী জানান…

বালেশ্বরের বাজার এলাকায় দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পর এবং আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রেন দুর্ঘটনা নিয়ে কড়া বার্তা দিলেন শনিবার। প্রধানমন্ত্রী জানান যে দুর্ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের কড়া শাস্তি দেওয়া হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ‘‘এটা দুঃখজনক ঘটনা। আহতদের চিকিৎসায় কোনও খামতি রাখবে না সরকার। খুবই গুরুতর ঘটনা এটা। পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি। দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।’’
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালেশ্বরে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর প্রধানমন্ত্রী যান বালেশ্বর হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে।

শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে দুর্ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এরপর বালেশ্বরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন এবং পরিস্থিতিও খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথাও বলেন দুর্ঘটনাস্থলে। তিনি রেলের পদস্থ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন।