৯৩ বছর ধরে অক্ষত থাকা ডন ব্র্যাডম্যানের (Sir Don Bradman) রেকর্ড ভেঙে দিলেন ইংল্যান্ডের বেন ডাকেট- করলেন টেস্টের দ্রুততম দেড়শত রান। দেড়শো বলেই দেড়শো রান করেন তিনি- ব্র্যাডম্যানের থেকে ১৬টি কম বলে। ১৯৩০ সালে ১৬৬ বলে ইংল্যান্ডের বিরুদ্ধে দেড়শত রান করেন কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান।
অবশ্য শুক্রবার আরো একটি রেকর্ড ভেঙে দেন ডাকেট। ১৯২৪ সালের বেন ডাকেটই প্রথম ব্যাটার যিনি টেস্টে মধ্যাহ্নভোজের আগেই তার শত রাল পূরণ করেন।
টেস্ট ক্রিকেটে ডাকেটের এটি দ্বিতীয় শতরান। ১৭৮ বলে ১৮২ রান করে গ্রাহাম হিউমের বলে আউট হয়ে যান ডাকেট। মাত্র ১৬ রানের জন্য তাঁর দ্বিশত রান পুর্ণ না হলেও ইংল্যান্ডের অপর ব্যাটার ওলি পোপ তার পূর্ণ করেন। ২০৮ বলে ২০৫ রানে আউট হয়ে যান তিনি। ইংল্যান্ডের প্রথম ইনিংসের পর ৪ উইকেট হারিয়ে ৫২৩ করে তারা।
এদিকে শুরুতে ব্যাট করতে নেমে ১৭২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। তৃতীয় দিনে আয়ারল্যান্ড আপাতত ৬ উইকেট হারিয়েও ৩০০ তুলতে পারেনি তারা।