Paschim Medinipur: নেকড়ে নাকি বাঘ, মাঘের শীতে হাড় কাঁপাচ্ছে পায়ের ছাপ

বন দফতরের কথায় ভরসা নেই বলে দাবি গ্রামবাসীদের

ঝাড়গ্রাম জেলার বাঘের আতঙ্ক এবার পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলাতে ঢুকল। জঙ্গলে যাওয়া বন্ধ করলেন এলাকাবাসীরা। খুব প্রয়োজন না হলে জঙ্গলমুখি হতে নারাজ সকলেই। গত কয়েকদিন ধরেই এই পরিস্থিতি চলছে।

সোমবার ভোরে অজানা জন্তুর পায়ের ছাপ দেখা গেল শালবনী থানার কন্যাবলি গ্রামে। স্থানীয় বাসিন্দা আশিস মাহাতোর বাড়ির উঠানে অজানা জন্তুর পায়ের ছাপ দেখে ভয় ছড়ায়।

   

স্থানীয় লোকজন দাবি করেন বনদফতর এই ছাপ নেকড়ের বলে চালানোর চেষ্টা করলেও এটি মোটেও নেকড়ের পায়ের ছাপ নয় বাঘের পায়ের চিহ্ন। তারা বলছেন ২০১৮ সালে এমনই পায়ের ছাপ নিয়ে বনদফতর ভুল তথ্য দেয়। শেষ পর্যন্ত সেটি আস্ত রয়েল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ বলে জানা গিয়েছিল।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য জঙ্গল থেকে বেরিয়ে জন্তুটি ভোর বেলা খাবারের খোঁজে ঢুকেছিল গ্রামে। রাতে বৃষ্টি হয় ভিজে মাটিতে পড়ে পায়ের ছাপ।

পশ্চিম মেদিনীপুরের ডিএফও সন্দীপ বেরিয়িল বলেন আতঙ্কিত হওয়ার কিছু নেই অনেক সময় শীতের রাতে কিছু জন্তু লোকালয়ে এসে পড়লেও দ্রুত তারা জঙ্গলে ফিরে যায়। পরিস্থিতির দিকে আমরা কড়া নজর রেখেছি।

বাঘ নাকি নেকড়ে ? কার পায়ের ছাপ মিলেছে এ নিয়ে আতঙ্ক বাড়ছে। দুটি প্রাণী হিংস্র। জঙ্গলমহলের জনজীবনে মাঘের শীতে বাঘ নিজে না কেঁপে বাকিদের হাড় কাঁপাচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন