Paschim Medinipur: মাওবাদী বেঙ্গল ইনচার্জ ‘সব্যসাচী’ ধৃত, মাথার দাম ১০ লাখ

আসল নাম সব্যসাচী গোস্বামী। সাংগঠনিক নাম ‘কিশোরদা’। মাওবাদী পশ্চিমবঙ্গ ইনচার্জ তিনি। তাকেই ধরতে পেরেছে পুলিশ। সিপিআই (মাওবাদী) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি। শীর্ষ মাওবাদী নেতার…

আসল নাম সব্যসাচী গোস্বামী। সাংগঠনিক নাম ‘কিশোরদা’। মাওবাদী পশ্চিমবঙ্গ ইনচার্জ তিনি। তাকেই ধরতে পেরেছে পুলিশ। সিপিআই (মাওবাদী) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি। শীর্ষ মাওবাদী নেতার মাথার দাম ১০ লক্ষ টাকা ধার্য করেছে NIA

মাওবাদী এই নেতা আদতে উত্তর ২৪ পরগনার ঘোলা থানা এলাকার এইচ বি সোদপুর রোড ৬ নম্বর এলাকার বাসিন্দা। তাঁর আরও বেশ কয়েকটি নাম রয়েছে- বাবু, কিশোর, পঙ্কজ, ও অজয়।

তবে এও জানা যাচ্ছে, সব্যসাচীকে তিন দিন আগেই গ্রেফতার করা হয় বাঁকুড়ার সিমলাপাল থেকে। আবার মাওবাদী ঘনিষ্ঠ কিছু সংগঠনের দাবি সব্যসাচী পশ্চিম মেদিনীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, সব্যসাচীকে গ্রেফতার করা হলেও তার নথিভুক্ত তালিকা প্রকাশ করেনি পুলিশ।

মোস্ট ওয়ান্টেড সিপিআই (মাওবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বেঙ্গল ইনচার্জ সব্যসাচী গোস্বামী সম্প্রতি বারবার আলোচনায় এসেছিলেন। অভিযোগ, রাজ্যের জঙ্গলমহল এলাকার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে তিনি সক্রিয় ছিলেন। তার নেতৃত্বে জঙ্গলমহলের এলাকা থেকে বেরিয়ে বাংলাদেশ সীমান্ত এলাকার নদিয়া, উত্তর ২৪ পরগনার একেবারের আন্তর্জাতিক সীমান্ত রেখার গ্রামগুলিতে চলছিল মাওবাদী সংগঠন।