Birbhum: হু হু করে আসছে জল, ডুবছে বীরভূমের একাধিক গ্রাম

পাঞ্চেত ও মাইথন বাঁধ থেকে জল ছাড়ায় প্লাবনের আশঙ্কা বীরভূমের (Birbhum) লাভপুরের ১৫ টি গ্রামে। ইতিমধ্যেই অর্ধেক রাস্তা জলের তলায় চলে গেছে। আরও জল বাড়লে…

পাঞ্চেত ও মাইথন বাঁধ থেকে জল ছাড়ায় প্লাবনের আশঙ্কা বীরভূমের (Birbhum) লাভপুরের ১৫ টি গ্রামে। ইতিমধ্যেই অর্ধেক রাস্তা জলের তলায় চলে গেছে। আরও জল বাড়লে অন্তত ১৫ টি গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

পাঞ্চেত ও মাইথন বাঁধ থেকে জল ছাড়ার কারণে লাভপুরের খুই নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। লাভপুরের কাদরকুলা গ্রামে জল ঢুকে গেছে‌। রাস্তা জলের তলায়। এলাকার মানুষকে ওই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে‌। অন্যদিকে আরও ১৫ টি গ্রামে জল ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

গতকাল জেলাশাসক এই নদীর জল ও এলাকা পরিদর্শন করেছেন। পাশাপাশি জেলা প্রশাসনের তরফে সব ব্যবস্থা রাখা হচ্ছে যেন সবরকম পরিসেবা দেওয়া যেতে পারে। যেরমভাবে বৃষ্টি হচ্ছে আর জল বৃদ্ধি হচ্ছে আশঙ্কার সৃষ্টি হয়েছে। আগে ঘটনাগুলি দেখলে লাভপুর একটি বন্যা কবলিত এলাকা। কখনও বাঁধ ভেঙে বা বাঁধের জলে বারবার ভেসেছে লাভপুরের গ্রামগুলি। যেকোনো সময়ে জল ঢুকতে পারে গ্রামে। তৈরি প্রশাসন, মানুষদের সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।