Paschim Medinipur: থমথমে মেদিনীপুর, তৃণমূল-বাম সংঘর্ষের আশঙ্কা

CPIM এর রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশের আগেই মেদিনীপুরে (Paschim Medinipur) দলীয় কার্যালয়ে পুলিশের তালা পড়ল। এর জেরে হুগলির ডানকুনিতে সম্মেলনস্থল গরম। পশ্চিম মেদিনীপুরের প্রতিনিধিরা চাইছেন…

CPIM এর রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশের আগেই মেদিনীপুরে (Paschim Medinipur) দলীয় কার্যালয়ে পুলিশের তালা পড়ল। এর জেরে হুগলির ডানকুনিতে সম্মেলনস্থল গরম। পশ্চিম মেদিনীপুরের প্রতিনিধিরা চাইছেন প্রত্যাঘাত। মঙ্গলবার মেদিনীপুর শহরে তৃণমূল কংগ্রেস বনাম বাম সংঘর্ষের আশঙ্কা। সমবায় নির্বাচন ঘিরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ।

অভিযোগ, বিনা নির্বাচনে সমবায় পরিচালন সমিতির দখল নিতে চায় তৃ়নমূল। শাসকদল অভিযোগ খারিজ করলেও কেন নির্বাচনী মনোনয়ন তুলতে বাধা দেওয়া হচ্ছে এই প্রশ্ন উঠছে। আরও অভিযোগ, সোমবার তৃণমূলের ভাড়া করা গুণ্ডাদের নিরাপত্তা দিয়েছে পুলিশ।

   

মেদিনীপুর কো-অপারেটিভ পিপলস ব্যাংকের নির্বাচন   ২০১৫ সালে হয়েছিল। সেবারও ছাপ্পা ভোটের মাধ্যমে এই ভোট হয়েছিলবলে ব্যাপক অভিযোগ উঠেছিল। বিষয়টি বিধানসভায়ও উত্থাপিত হয়েছিল। বোর্ডের মেয়াদ শেষ হলেও দীর্ঘদিন মেদিনীপুর শহরের এই সমবায় ব্যাংক নির্বাচন বন্ধ রাখা হয়। রাজ সরকার প্রশাসক নিয়োগ করে। আগামী মাসে নির্বাচন হওয়ার কথা। সোমবার ও মঙ্গলবার মনোনয়ন পত্র তোলার তারিখ ঘোষণা করা হয়। 

বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীরা সোমবার মনোনয়নপত্র তুলতে গেলে তৃণমূলের মদতপুষ্ট গুন্ডা বাহিনী বাধা দেয় বলে অভোগ। মেদিনীপুর জেলা শহরের বাইরে থেকে একাধিক বাস ভাড়া করে তৃণমূল কংগ্রেস গুন্ডা মোতায়েন করেছে অলে অভিযোগ উঠেছে। ব্যাংকের সামনে থাকা সিপিআইএম কার্যালয়েও গভীর রাতে পুলিস তালা লাগিয়ে দেয়। অভিযোগ,পুলিশের পাহারায় ১৬টি বাসে আনা বহিরাগতরা তান্ডব চালায়। পুলিশের সামনে সিপিআইএম কার্যালয়ে চেয়ার টেবিল ভাঙচুর করে। তৃণমূল কংগ্রেস দাবি করেছে, সবই হতাশার অপপ্রচার।

রাতভর উত্তেজনার পর মঙ্গলবার থমথমে পরিস্থিতি। নতুন করে সংঘর্ষ ছড়ানোর আশঙ্কা।