
পঞ্চায়েত ভোটের (panchayat election) মনোনয়ন জমা ঘিরে তীব্র উত্তেজনা পশ্চিম বর্ধমানে (Paschim Bardhaman)। খনি অঞ্চলের বারাবনিতে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও বাম সমর্থকরা।
বিডিও অফিস ঘিরে রেখে টিএমসি হামলা করে বলে অভিযোগ। তারা তাড়া করতেই মনোনয়ন জমা করতে আসা বাম প্রার্থী ও সমর্থকরা পালালেন। পরে স্থানীয় বাম নেতারা জানান, পুলিশের একাংশ তৃণমূলকে মদত করছে। হামলা থামানোর নামে চলেছে পুলিশের লাঠি পেটা।
বারাবনি BDO অফিসে মনোনয়ন জমা দিতে আসা বাম প্রার্থীদের মারধর করা হয় লাঠি বাঁশ দিয়ে এই পরিস্থিতিতে মনোনয়ন জমা দিতে বিকল্প পথ নেওয়া হবে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










