TMC: টিটাগড়ে তীব্র উত্তেজনা, তৃণমূল গোষ্ঠী সংঘর্ষে নিহত দলেরই সমর্থক

দুই তৃণমূল (tmc) কাউন্সিলর গোষ্ঠির সংঘর্ষে দলীয় সমর্থক নিহত। এই ঘটনার রেশ ধরে দুপুর থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে টিটাগড়ে। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল…

TMC-flag

দুই তৃণমূল (tmc) কাউন্সিলর গোষ্ঠির সংঘর্ষে দলীয় সমর্থক নিহত। এই ঘটনার রেশ ধরে দুপুর থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে টিটাগড়ে। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতারা পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলছেন।রবিবার দুপুরে এলাকা দখলকে কেন্দ্র করে টিটাগড় পুরসভার দুই তৃণমূল কাউন্সিলর বিকাশ সিং ও সোনু সাউয়ের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিকাশ সিং ঘনিষ্ঠ একজনের ঘরে তালা মেরে দেয় সোনু সাউয়ের অনুগামীরা।এই নিয়ে সংঘর্ষ ছড়ায়।  পেটে আঘাত পান তৃণমূল সমর্থনক আকাশ প্রসাদ। তাকে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

টিটাগড় পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর বিকাশ সিং। আর ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনু সাউ। দুই কাউন্সিলরের মধ্যে বিবাদ আছে তা জেলা নেতারা জানেন। তবে তাদের নিয়ন্ত্রণ করা যায়নি। একাধিকবার দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে। রবিবার দুপুরে এলাকা দখলককে কেন্দ্র করে সংঘর্ষ হয় দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে। সংঘর্ষে নিহত আকাশ প্রসাদ ছিল বিকাশ গোষ্ঠির।

সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে যায় বিরাট পুলিশ বাহিনী। সংঘর্ষ থামাতে দুই পক্ষকে হুঁশিয়ারি দেয় পুলিশ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিকালে খড়দহ থানায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী নামানো হয়। টিটাগড়ের পরিস্থিতি গরম।