Panihati Blast: পানিহাটিতে বিস্ফোরণ, ছিটকে এলো হাতের অংশ

প্রবল বিস্ফোরণ পানিহাটিতে। পুরসভার ২ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে বিস্ফোরণ। রক্তাক্ত ব্যক্তির হাতের অংশ ছিটকে এলো। এলাকায় তীব্র চাঞ্চল্য। ঘটনাস্থল পানিহাটির তেজপাল এলাকা। সাত সকালে…

Panihati Panihati Blast: পানিহাটিতে বিস্ফোরণ, ছিটকে এলো হাতের অংশ

প্রবল বিস্ফোরণ পানিহাটিতে। পুরসভার ২ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে বিস্ফোরণ। রক্তাক্ত ব্যক্তির হাতের অংশ ছিটকে এলো। এলাকায় তীব্র চাঞ্চল্য। ঘটনাস্থল পানিহাটির তেজপাল এলাকা।

সাত সকালে পানিহাটিতে ভয়ঙ্কর ঘটনা। বিকট শব্দে কেঁপে উঠল পানিহাটি পুরসভার দু’নম্বর ওয়ার্ডের তেজপাল নগর। আহত হয়েছেন এক যুবক। নাম জিতেন্দ্র সাহু। জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে ওই যুবকের ডান হাত উড়ে গিয়েছে। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে প্রথমে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরে সেখান থেকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

   

স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা পাড়া। বিস্ফোরণের জেরে ওই বাড়ির একাংশ প্রায় ভেঙে গিয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ এসে ওই রক্তাক্ত যুবককে উদ্ধার করে নিয়ে যায়। কী করে ওই বাড়িতে বোমা বিস্ফোরণ হল, তা জানার চেষ্টা করছে। কোনও অবৈধ কাজ চলছিল কিনা, তারও খোঁজ নেওয়া হচ্ছে। এলাকাবাসীদের কেউ কেউ জানিয়েছেন, বেলা ১১টার দিকে এদিন বিস্ফোরণ হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। সূত্রের খবর, পুলিশ গিয়ে বাড়িতে তল্লাশি চালিয়ে মজুত থাকা কিছু বোমা উদ্ধার করে নিয়ে যায়। বাড়িতে কেন এত বোমা মজুত ছিল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে বিস্ফোরণের এমন ঘটনার পরেই আতঙ্কে রয়েছেন, ওই এলাকার বাসিন্দারা।