ফের বিস্ফোরণ। এবার মুর্শিদাবাদের (murshidabad) সামশেরগঞ্জে এক কংগ্রেস সমর্থকের ঘরে বিস্ফোরণ। বোমা তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ। অভিযুক্ত কংগ্রেস কর্মী পলাতক।
ওই কংগ্রেস কর্মীর বাড়িতে বোমা মজুত করা হয়েছিল বলে অভিযোগ। সেই বোমা ফেটে যায়। বাড়ির পাঁচিল ধসে পড়ে। রবিবার দুপুরে সামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর মাঠপাড়া গ্রামে প্রবল বিস্ফোরণ হয়। এলাকাবাসী চমকে যান। দেখা যায় এলাকার কংগ্রেস সমর্থক জাহাঙ্গীর শেখের বাড়ির একাংশ ভেঙে পড়েছে।
বিস্ফোরণের পর থেকে নিখোঁজ জাহাঙ্গীর শেখ। ঘটনাস্থল ঘিরে রেখে পুলিশ তল্লাশি চালায়। পলাতক জাহাঙ্গীরের আত্নীয়রা বলেছেন তারা কংগ্রেসের সমর্থক। স্থানীয় কংগ্রেস নেতৃত্ব কিছু বলতে নারাজ।তৃণমূলের অভিযোগ, ঘরে বোমা রেখেছিল জাহাঙ্গীর। ভোটের দিন বোমা হামলার ছক ছিল।
পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা থেকে মুর্শিদাবাদ রক্তাক্ত। রাজনৈতিক খুন ও বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে।