ইস্টবেঙ্গলে সুযোগ পেলেন রিলায়েন্স অ্যাকাডেমির এই তরুণ ফুটবলার

গত কয়েকদিন আগেই শুরু হয়েছে এবারের কলকাতা ফুটবল লিগ। বেশ কয়েকবছর পর ফের এবার সেখানে অংশগ্ৰহন করেছে ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান।

Razibul Mistry

গত কয়েকদিন আগেই শুরু হয়েছে এবারের কলকাতা ফুটবল লিগ। বেশ কয়েকবছর পর ফের এবার সেখানে অংশগ্ৰহন করেছে ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান। তবে এবারের কলকাতা লিগের ক্ষেত্রে অন্যান্য ক্লাব গুলির মতো সিনিয়র দলের বদলে মূলত রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে খেলা ফুটবলারদের পাশাপাশি ক্লাবের জুনিয়র ফুটবলারদের খেলানোর কথা শোনা গিয়েছে দুই প্রধানের কর্তাদের তরফে।

সেইমতো বেশকিছুদিন আগে থেকেই অনুশীলন শুরু করে দিয়েছিল সবুজ-মেরুন দল। তবে এক্ষেত্রে রোমার বদলে সিনিয়র দলের কোচ হুয়ান ফেরেন্দোর সহকারী বাস্তব রায়ের হাতে তুলে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। সেইমতো এই বাঙালি কোচের হাত ধরেই অনুশীলন চালাচ্ছে মোহনবাগান। কিন্তু পড়শি ক্লাব ইস্টবেঙ্গল?

এক্ষেত্রে লাল-হলুদের তরফ থেকে ও মূলত ইয়ুথ ডেভলপমেন্ট লিগে খেলা ফুটবলারদের পাশাপাশি জুনিয়র খেলোয়াড়দের নামানোর কথা শোনা গেলেও গত কয়েকদিন আগেই সিনিয়র দলের পাশাপাশি বেশকিছু জুনিয়র খেলোয়াড়দের ছেড়ে দেয় লাল-হলুদ ব্রিগেড। যারফলে, নতুন করে খেলোয়াড় বাছাই করার জন্য সল্টলেক স্টেডিয়ামের অনুশীলন মাঠে বিশেষ ট্রায়ালের আয়োজন করা হয়।

সেখান থেকেই বেশকিছু ফুটবলারদের বেছে নিয়ে মূল দলের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন শুরু করার পরিকল্পনা নেন লাল-হলুদের জুনিয়র দলের কোচ বিনো জর্জ। সেইমতো ট্রায়াল থেকে বেছে নেওয়া হয় বেশকিছু ফুটবলার। যাদের মধ্যে এবার রয়েছেন রিলায়েন্স ফুটবল অ্যাকাডেমির ১৮ বছরের তরুণ বাঙালি ফুটবলার রাজিবুল মিস্ত্রি। এবার এই প্রতিভাবান ফুটবলারের দিকেই তাকিয়ে দলের সমর্থকরা।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই ক্লাবের সোশ্যাল সাইট থেকে আপলোড করা হয় একটি বিশেষ ভিডিও। যেখানে দলের কোচ বিনো জর্জ বলেন, আসন্ন ফুটবল টুর্নামেন্টের কথা মাথায় রেখে দলের অনুশীলন চলছে। দলের প্রত্যেক ফুটবলার নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। সবকিছু ঠিক থাকলে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়া শুধু সময়ের অপেক্ষা।