Panchayat Election: বোমা-গুলিতে গরম বাংলা, সব পক্ষের মেজাজ চড়া

পঞ্চায়েত নির্বাচনের (panchayat election) আগেই গ্রাম বাংলার গরম মেজাজ চরমে। রাজনৈতিক সংঘর্ষ চলছেই। ঘটেই চলেছে ভোটের হিংসা। তৎপর রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি সংঘর্ষ কবলিত…

"Police Forces at Shibpur, Howrah following Ram Navami violence

পঞ্চায়েত নির্বাচনের (panchayat election) আগেই গ্রাম বাংলার গরম মেজাজ চরমে। রাজনৈতিক সংঘর্ষ চলছেই। ঘটেই চলেছে ভোটের হিংসা। তৎপর রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি সংঘর্ষ কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। নিহত, আহত তৃণমূল ও বিজেপির সমর্থকদের আত্নীয়দের সাথে দেখা করছেন। অভিযোগ, রাজ্যপাল বাম ও কংগ্রেসের নিহতদের পরিবারকে এড়িয়ে গেছেন।

তবে ভোটের আগে শাসক তৃণমূলের সাথে রাজ্যপালের সংঘাত চরমে। রাজ্যপালের বিরুদ্ধেই রাজ্য নির্বাচন কমিশনে নালিশ করেছে তৃণমূল কংগ্রেস। সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।

উত্তরবঙ্গের কোচবিহার, মালদা সহ বিভিন্ন জেলায় রাজনৈতিক সংঘর্ষ বাড়ছে। একাধিক হামলার ঘটনায় রক্তাক্ত কোচবিহার। পরপর খুনের ঘটনা ঘটেছে এই জেলায়।

ভোটে গরম দক্ষিণবঙ্গ। ঙ্গলবার সকালে মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের সদল অঞ্চলের শঙ্করপুর গ্রামের মাঠে বোমা উদ্ধার হয়‌। মাঠে একটি প্লাস্টিকের বালতিতে বোমা উদ্ধার হয়। এই ঘটনার তদন্ত করছে খড়গ্রাম থানার পুলিশ।

নির্বাচনের আগে থেকেই সামনে এসেছে শাসক ও বিরোধী সংঘর্ষ। তাতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে সংঘর্ষে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থী কুতুবউদ্দিন ঘরামি। হামলার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীকে উদ্ধার করে কুলতলি থানার পুলিশ।

তৃণমুল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের মুরারইয়ের ডুমুরগ্রামে। তৃণমুল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়-সহ চার থেকে পাঁচটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে। আহত বেশ কয়েকজন।

ভোট যত এগিয়ে আসছে ততই সংঘর্ষ আরও ছড়াচ্ছে। একাধিক রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে শাসক বিরোধীদের সংঘর্ষ।