Panchayat Election: প্রথম দফার ৩১৫ কোম্পানিতে সবচেয়ে বেশি বিএসএফ আসছে বাংলায়

কেন্দ্রীয় মন্ত্রক প্রথম দফায় রাজ্যে ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করেছে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) জন্যে। একটি বিজ্ঞপ্তি জারি করে বাহিনীর সংখ্যা জানানো হয়েছে। রাজ্য নির্বাচন…

BSF lady in bengal election

কেন্দ্রীয় মন্ত্রক প্রথম দফায় রাজ্যে ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করেছে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) জন্যে। একটি বিজ্ঞপ্তি জারি করে বাহিনীর সংখ্যা জানানো হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রের কাছে মোট ৮২২ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছিল। বাকি বাহিনী খুব তাড়াতড়ি বরাদ্দ করা হবে বলেই জানা গিয়েছে।

Advertisements

আগামী ৮ জুলাই এক দফায় হবে গ্রাম-বাংলার ভোট পর্ব। তার আগেই রাজ্যে দফায় দফায় বাহিনী আসবে। জানা গিয়েছে যে বরাদ্দ ৩১৫ কোম্পানির মধ্যে রয়েছে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তা ছাড়াও অন্য রাজ্য থেকে আসবে স্পেশাল আর্মড পুলিশ।

বিজ্ঞাপন

কোন কেন্দ্রীয় বাহিনী কত আসুন দেখে নেওয়া যাক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে যে রাজ্যে পঞ্চায়েতের জন্যে পাঠানো হবে –

৫০ কোম্পানি সিআরপিএফ (CRPF)
৬০ কোম্পানি বিএসএফ (BSF)
২৫ কোম্পানি সিআইএসএফ (CISF)
২০ কোম্পানি আইটিবিপি (ITBP)
২৫ কোম্পানি এসএসবি (SSB)
২০ কোম্পানি আরপিএফ (RPF)

জানা গয়েছে, ১০ কোম্পানি করে পুলিশ আসবে অসম, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে। ২০ কোম্পানি আসবে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে। ত্রিপুরা, মিজোরাম, সিকিল, অরুণাচল প্রদেশ, মেঘালয়া ও মহারাষ্ট্র থেকে ৫ কোম্পানি করে বাহিনী আসবে৷