পঞ্চায়েতের মনোনয়ন শুরু, আদালতে ঝুলবে ভোট?

রাজ্যে পঞ্চায়েত ভোটের ঘন্টা বেজেছে। ৮ জুলাই হবে পঞ্চায়েত ভোট। গোটা রাজ্যে এক দফাতেই হবে ভোটগ্রহণ। ভোট ঘোষণার পরই বিরোধী দলনেতা বলেছিলেন একতরফা ঘোষণায় গণতন্ত্রের…

Bengal Gets a New State Election Commissioner: Rajeev Sinha Takes Charge

রাজ্যে পঞ্চায়েত ভোটের ঘন্টা বেজেছে। ৮ জুলাই হবে পঞ্চায়েত ভোট। গোটা রাজ্যে এক দফাতেই হবে ভোটগ্রহণ। ভোট ঘোষণার পরই বিরোধী দলনেতা বলেছিলেন একতরফা ঘোষণায় গণতন্ত্রের হত্যা হয়েছে। তবে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, আমরা প্রস্তুত আছি। এদিকে জানা যাচ্ছে, ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতে গেল বিরোধীরা।

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর, উদ্বেগ তৈরি হয়েছে মনোনয়ন দাখিলের জন্য নির্দিষ্ট করে দেওয়া সময়সীমা নিয়ে। কারণ, রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতে, ৯২৮টি জেলা পরিষদের আসন, পঞ্চায়েত সমিতির মোট আসন ৯ হাজার ৭৩০টি এবং গ্রাম পঞ্চায়েতে ৬৩ হাজারেরও বেশি আসন রয়েছে।

   

রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ই জুন, শুক্রবার থেকে শুরু করে, ১৫ই জুন, আগামী বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন জমার সময়সীমা দেওয়া হয়েছে। রবিবার, বাদ দিলে মনোনয়ন জমা দেওয়ার জন্য পাওয়া যাচ্ছে ৬ দিন। আর, এই ৬ দিন সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত, অর্থাৎ ৪ ঘণ্টা করে মনোনয়ন জমা দেওয়া যাবে।

একটানা ঘণ্টার হিসাব ধরলে, মনোনয়ন জমা দেওয়ার জন্য মোট ২৪ ঘণ্টা সময়সীমা বরাদ্দ করা হয়েছে। আর এই নিয়েই বিরোেধীরা প্রশ্ন তুলছেন। এই এক দফায় পঞ্চায়েত নির্বাচন করার বিরোধী বিজেপি। সূত্রের খবর, তাই তারা কলকাতা হাইকোর্টে মামলা করবে।

শুক্রবার থেকেই শুরু হচ্ছে মনোনয়ন পর্ব। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন। ১৭ তারিখ স্ক্রুটিনির শেষ দিন। মনোনয়ন প্রত্যাহার করার জন্য ২০ জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা।