TET পরীক্ষা বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে কেউ: গৌতম পাল

তৃণমূলের আমলে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। জেলবন্দি রয়েছেন পর্ষদের অপসারিত সভাপতি ও বিধায়ক মানিক ভট্টাচার্য এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চার্জশিটে মানিককে কিংপিন এবং পার্থকে…

tet exam west bengal

তৃণমূলের আমলে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। জেলবন্দি রয়েছেন পর্ষদের অপসারিত সভাপতি ও বিধায়ক মানিক ভট্টাচার্য এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চার্জশিটে মানিককে কিংপিন এবং পার্থকে দুর্নীতির মাস্টারমাইন্ড বলে দাবি করেছে ইডি। সেই সমস্ত অভিযোগকে কাটিয়ে রবিবার টেট পরীক্ষা (tet exam) হতে চলেছে।

পরীক্ষার আগেই বিস্ফোরক মন্তব্য প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল। তাঁর অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস থেকে একাধিক ইস্যুকে সামনে রেখে পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে কেউ কেউ।

এবারে টেট পরীক্ষার্থীদের সংখ্যা ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী। ১ হাজার ৪৬০ টি কেন্দ্রে হবে পরীক্ষা। কড়া নজরদারি থাকছে সমস্ত পরীক্ষা কেন্দ্রে।

পর্ষদ সভাপতির অভিযোগ, তাঁর কাছে বেশ কিছু এসএমএস এসেছে, যেখানে পরীক্ষা বিঘ্ন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন তিনি। আধিকারিকদের এ বিষয়ে জানিয়েছেন পর্ষদ সভাপতি। তবে লিখিত অভিযোগ দায়ের করেননি।

পর্ষদ সভাপতি জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্রগুলিতে বায়োমেট্রিকের ব্যবস্থা থাকবে। অর্থাৎ পরীক্ষার্থীরা প্রবেশ এবং বের হওয়ার সময় বায়োমেট্রিক ব্যবহার করবেন। নজরদারি রাখার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। কোনও অভিযোগ আসা মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।