Panchayat Election: সোমে রক্তাক্ত পুনর্নির্বাচনের শঙ্কা, একাধিক জেলায় তৃণমূল-বাম সংঘর্ষ

কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুর্নির্বাচনের (Panchayat Election) ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সোমবার ফের হবে ভোট। এর মাঝে ফের সংঘর্ষ শুরু একাধিক জেলায়।

Panchayat Election

কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুনর্নির্বাচনের (Panchayat Election) ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সোমবার ফের হবে ভোট। এর মাঝে ফের সংঘর্ষ শুরু একাধিক জেলায়। শাসক তৃণমূল বনাম বাম ও কংগ্রেস সমর্থকদের সংঘর্ষ ছড়াচ্ছে। মঙ্গলবার ফল ঘোষণা। শনিবার যে রক্তাক্ত পঞ্চায়েত ভোট হয়ে গেছে তার রেশ ধরে জেলায় জেলায় চলেছে সংঘর্ষ।

রাজ্য নির্বাচন কমিশন জানাচ্ছে সর্বাধিক আসনে পুনর্নির্বাচন হবে মুর্শিদাবাদ জেলায়। আর সর্বনিম্ন আসনে ফের ভোট হবে আলিপুরদুয়ারে। তবে পুনর্নির্বাচন তালিকায় নেই রক্তাক্ত কোচবিহার।

এক নজরে পুনর্নির্বাচন আসন ভিত্তিক জেলাগুলি:
মুর্শিদাবাদ ১৭৫
মালদহ ১১২
নদিয়া ৮৯
উত্তর ২৪ পরগনা ৪৬
দক্ষিণ ২৪ পরগনা ৩৬
পূর্ব মেদিনীপুর ৩১
হুগলি ২৯
দক্ষিণ দিনাজপুর ১৮
জলপাইগুড়ি ১৪
বীরভূম ১৪
পশ্চিম মেদিনীপুর ১০
বাঁকুড়া ৮
হাওড়া ৮
পশ্চিম বর্ধমান ৬
পুরুলিয়া ৪
পূর্ব বর্ধমান ৩
আলিপুরদুয়ার ১

এদিকে জরুরি ভিত্তিতে দিল্লি গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সোমবার একাধিক বৈঠক করতে পারেন রাজ্যপাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে দেখা করতে পারেন। পঞ্চায়েত রিপোর্ট পেশ করতে প্রস্তুত রাজ্যপাল। তবে কি কেন্দ্র বড় কোনও নিতে চলেছে?

শনিবার হয়েছে গ্রাম-বাংলার ভোট উৎ-শব!  ভোটকে কেন্দ্র করে দিকে দিকে চলে সন্ত্রাস। ভোট গ্রহণের আগে থেকে ভোট শেষ হওয়ার পরে শুধু পড়েছে একটার পর একটা লাশ। মুর্শিদাবাদ, কোচবিহার ছিল ভোটসন্ত্রাসের হটস্পট। মুর্শিদাবাদে সর্বাধিক মৃত্যু হয়। রবিবারও একাধিক জেলায় সংঘর্ষ চলেছে। রাজনৈতিক মৃত্যুর খবর এসেছে। উত্তপ্ত মুর্শিদাবাদ। সোমবার যতগুলি জেলায় পুনর্নির্বাচন হবে তার মধ্যে সর্বাধিক আসন এই জেলাতেই।