গত মরশুম যথেষ্ট ভালো গিয়েছে মুম্বাই সিটি এফসির (Mumbai City FC)। গোলরক্ষক ফূর্বা লাচেনপা থেকে শুরু করে রাহুল ভেকে ও মেহতাব সিংয়ের মতো তারকাদের পাশাপাশি গ্ৰগ স্টুয়ার্টের মতো বিদেশি তারকাদের সামনে রেখে দল সাজিয়েছিল রনবীর কাপুরের মুম্বাই। শুরু থেকেই দাপট দেখিয়েছে সেই দল।
সেমিফাইনালে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির কাছে সাডেন ডেথে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলেও গতবারের লিগশিল্ড জয়ের শিরোপা রয়েছে তাদের কাছেই। যারফলে স্বাভাবিকভাবেই এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ এসেছে তাদের হাতে। পাশাপাশি হিরো ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুমের প্রস্তুতির ক্ষেত্রে ও অনেকটা দূর এগিয়ে গিয়েছে এই ক্লাব।
সেক্ষেত্রে মেহতাব সিং থেকে শুরু করে বেশকিছু পুরোনো ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পাশাপাশি আকাশ মিশ্রার মতো একাধিক তারকা ফুটবলার কে ও দলে আনা হয়েছে তাদের তরফে। তবে এবার রয়েছে নয়া চমক। বিশেষ সূত্র মারফত খবর, আগামী ১৪ ই জুলাই দলের নতুন লোগো উন্মোচন করতে চলেছে মুম্বাই সিটি এফসি। যার জন্য মুখিয়ে আপামর ফুটবলপ্রেমী মানুষ। এই নয়া লোগো ও ব্রান্ডিংয়ের পাশাপাশি ভারতীয় ফুটবল ক্লাব গুলির ক্ষেত্রে দলের ভাবমূর্তি উজ্বল করাই অন্যতম লক্ষ্য দলের ম্যানেজমেন্টের।
গত ফুটবল মরশুমে দলের কোচ ডাস বাকিংহ্যামের তত্ত্বাবধানে যেখানে অভিযান শেষ করেছিল মুম্বাই দল। এবার সেখান থেকেই নিজেদের অভিযান শুরু করার ভাবনা তাদের। সেইমতো নিজেদের প্রস্তুতি সারছে মুম্বাই সিটি।