জাল ফেলতেই লুঠ করা ব্যালট মিলল

পুকুর থেকে মাছ ধরার জালে উঠল ব্যালট বক্স। এমনই এক ভিডিও ভাইরাল। এই ভিডিও শোরগোল ফেলে দিয়েছে নেটমাধ্যমে। এমনই ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য উত্তর দিনাজপুরে।…

পুকুর থেকে মাছ ধরার জালে উঠল ব্যালট বক্স। এমনই এক ভিডিও ভাইরাল। এই ভিডিও শোরগোল ফেলে দিয়েছে নেটমাধ্যমে। এমনই ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য উত্তর দিনাজপুরে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা ২৪x৭। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন মিলে পুকুর থেকে সবুজ রঙের ব্যালট বাক্স তুলে আনছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে এই ছবি উত্তর দিনাজপুরের করণদিঘির। পুকুর থেকে ব্যালট বাক্স টেনে পাড়ে নিয়ে আসতেই তা ঘিরে ধরে কৌতুহলী মানুষ। বাক্স কাত করে তা থেকে জল বার করা হয়।

জানা গিয়েছে মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবীরা। সেখানেই মৎস্যজীবীদের জালে উঠে আসে পঞ্চায়েত ভোটের ব্যালট বাক্স। ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভোটের সময় দেখা যায় ব্যালট বাক্স ছিঁনতাই করে কেউ নিয়ে যাচ্ছেন বা কোথাও কোথাও জলে ফেলা হচ্ছে। এবারে সেরকমই একটা ব্যালট বাক্স পাওয়া গেল।

করণদিঘি ব্লক পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে যে এলাকায় এটা পাওয়া গিয়েছে সেই এলাকার নাম বেলুয়া যেখানের ২২৫ নম্বর বুথে পুনর্গণনা হয়েছিল। সেখানে প্রিসাইডিং অফিসার সমস্ত ব্যালট বাক্স জমা দিতে পারেনি বলে অভিযোগ। এমনটা ব্লক পর্ষদের দাবি।

কিন্তু যে ব্যালট বাক্স উদ্ধার হয়েছে সেই ব্যালট বাক্সে লেখা রয়েছে কেবিআই-২৫ অর্থাৎ ২৫ নম্বর বুথের এই ব্যালট বাক্স।, এমনটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ব্লক প্রশাসন স্বীকার করে নেয় যে এই ২৫ নম্বর বুথে ব্যালট বক্স মিসিং ছিল। এরপর সেখানি রিপোলিং হয়।

২২৫ নম্বর এলাকা থেকে এই ব্যালট বাক্স উদ্ধার হলেও প্রশ্ন উঠছে ২৫ নম্বর বুথের ব্যালট বাক্স ২২৫ নম্বর এলাকায় কেন উদ্ধার হবে। তবে এই বিষয়ে প্রশাসনের তরফে কোন উত্তর মেলেনি। প্রশ্ন উঠছে যে পঞ্চায়েত ভোট ৮ জুলাই হয়েছে এবং এখনও পুকুর থেকে ব্যালট বাক্স উদ্ধার হচ্ছে। কবে শেষ হবে ব্যালট বাক্স উদ্ধার, তা নিইয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। এখনও পর্যন্ত কোন রাজনৈতিক দল এই বিষয়ে প্রতিক্রিয়া দেননি।