Panchayat Election: ১৪৪ ধারায় শান্তিপূর্ণ মনোনয়ন চেষ্টা, কঠিন পরীক্ষার মুখে কমিশন

সোমবার থেকে কমিশনের পরীক্ষা। পাশ নাকি ফেল করল কমিশন তা স্পষ্ট হবে দিনের শেষে।

পঞ্চায়েত নির্বাচনের (panchayat election) মনোনয়ন ঘিরে গত সপ্তাহ ছিল রক্তাক্ত, সংঘর্ষপূর্ণ। গুলি চলেছে, মৃত্যু হয়েছে। শাসক তৃণমূল বনাম কংগ্রেস-বাম সংঘর্ষের একটার পর একটা ঘটনায় রাজ্য হয়েছে সরগরম। আক্রান্ত বিরোধী দল বিজেপি। জেলায় জেলায় উত্তেজনা ও মনোনয়ন লুঠের অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে সোমবার থেকে সব বিডিও ও মহকুমা শাসকের কার্যালয় ঘিরে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন।

সোমবার থেকে কমিশনের পরীক্ষা। পাশ নাকি ফেল করল কমিশন তা স্পষ্ট হবে মনোনয়ন জমা শুরুর পর। দিনের শেষে নির্ধারিত হবে কমিশনের ভূমিকা। তবে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার দাবি, নিরাপদ ও সুষ্ঠু ভোট করাবে কমিশন।

   

পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর তীব্র অশান্তির পরিবেশ রাজ্যে। উদ্বেগে রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার তিনি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সাথে বৈঠক করেন। রাজ্যপাল জানান, যে কোনও মূল্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে হবে রাজ্যে। এর পরেই জারি হয় মনোনয়ন জমা দেওয়ার অশান্তি এড়াতে ১৪৪ ধারা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন