রাজ্যের পুরভোট মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে অন্তর্ভুক্ত করার নির্দেশ

  রাজ্য পুরসভা নির্বাচন সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ডিভিশন বেঞ্চ।       কলকাতা…

রাজ্যের পুরভোট মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে অন্তর্ভুক্ত করার নির্দেশ

 

রাজ্য পুরসভা নির্বাচন সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ডিভিশন বেঞ্চ।

   

 

কলকাতা পুরসভা নির্বাচনে বিশৃঙ্খলা হয়েছে। এই মামলা কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন অবস্থায় রয়েছে। সোমবার মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি কলকাতা পুরসভার নির্বাচনে ব্যবহৃত সিসিটিভি ও সমস্ত রেজিস্টার সংরক্ষিত রয়েছে।

Advertisements

রাজ্যের পুরভোট মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে অন্তর্ভুক্ত করার নির্দেশ

আইনজীবী মহলের মতে ঐসকল সিসিটিভি ও রেজিস্টার জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে পরীক্ষা করানোর কথা চিন্তা ভাবনা করছে আদালত। যে কারণে মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে সংযোজনের নির্দেশ দেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১১ মার্চ।