বিশ্বভারতী ইস্যুতে জেলা পুলিশ সুপারের রিপোর্ট তলব

এবার বিশ্বভারতী নিয়ে বীরভূমের পুলিশ সুপার এর রিপোর্ট তলব করল হাইকোর্টের। আদালতে ব্যক্তিগত ভাবে ভার্চুয়ালে হাজির থাকতে হবে ভিসিকে। সোমবার এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা…

এবার বিশ্বভারতী নিয়ে বীরভূমের পুলিশ সুপার এর রিপোর্ট তলব করল হাইকোর্টের। আদালতে ব্যক্তিগত ভাবে ভার্চুয়ালে হাজির থাকতে হবে ভিসিকে। সোমবার এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থার।

প্রসঙ্গত, আদালতের নির্দেশ সত্ত্বেও ছাত্ররা বিশ্বভারতীতে ঘেরাও করে রেখেছে। প্রায় ৬০ থেকে ৭০ জন ছাত্র এখনো আন্দোলন চালাচ্ছে। রাতের বেলায় তারা ড্রাম নিয়ে বিশ্বভারতীর ভিতর বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিশ্বভারতীর আইনজীবী। কলকাতা হাইকোর্টের নির্দেশ স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ বিশ্বভারতীর।

এহেন পড়ুয়াদের বিক্ষোভের ফলে বিশ্বভারতীর পঠন-পাঠন এবং পরীক্ষার ক্ষতির সম্মুখীন হচ্ছে ছাত্র ছাত্রীরা।সম্প্রতি বিশ্বভারতী ইস্যুতে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেয় হাইকোর্ট। তখন জানানো হয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করবেন পুলিশ সুপার এবং শান্তিনিকেতন থানার ওসি। হোস্টেল খোলা সহ ৩ দফা দাবিতে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা।