তৃণমূল-বিজেপিতেই রাজ্যপালের ‘রাজধর্ম’, অচ্ছুত নিহত বাম-কংগ্রেস কর্মীর পরিবার

রাজ্যপালের রাজধর্ম ছোঁয়ায় বাতিল বাম ও কংগ্রেস! রাজনৈতিক মহলে শুরু এমন কটাক্ষ। উত্তরবঙ্গ থেকে কলকাতা পৌঁছেই তড়িঘড়ি দক্ষিণ ২৪ পরগনায় রাজ্যপাল (Governor CV Ananda Bose) চলে গেছেন। ট্রেন

Governor CV Ananda Bose, opposition parties, criticism, favoritism, TMC-BJP, impartial governance, controversy, allegations

রাজ্যপালের রাজধর্ম ছোঁয়ায় বাতিল বাম ও কংগ্রেস! রাজনৈতিক মহলে শুরু এমন কটাক্ষ। উত্তরবঙ্গ থেকে কলকাতা পৌঁছেই তড়িঘড়ি দক্ষিণ ২৪ পরগনায় রাজ্যপাল (Governor CV Ananda Bose) চলে গেছেন। ট্রেন সফরের মাঝে ট্রেনেই তিনি বিভিন্ন অভিযোগ ফোনে শুনেছেন। রাজনৈতিক মহলে আলোচনা তৃণমূল-বিজেপিতেই রাজ্যপাল ব্যস্ত রাজধর্ম পালন। তাঁর তালিকায় অচ্ছুত নিহত বাম-কংগ্রেস কর্মীর পরিবারগুলো।

Advertisements

পঞ্চায়েত ভোটে রাজনৈতিক সংঘর্ষ ও খুন চলছে। শাসক বিরোধী সব দলের কেউ না কেউ নিহত। এই পরিস্থিতিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস সংঘর্ষ কবলিত এলাকায় যাচ্ছেন। নিহতদের বাড়িতেও ঢুকছেন। উত্তর থেকে দক্ষিণে তাঁর এই ঝটিকা সফরে চলছে ফোনে অভিযোগ শোনা ও তার প্রতিকারের চেষ্টা। তবে লক্ষ্যনীয়, রাজ্যপালের তালিকায় থাকছে শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপির নিহত কর্মীদের বাড়ি যাওয়া।

Advertisements

এবারের পঞ্চায়েত ভোট ঘোষণার পর রাজ্যে প্রথম রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদের খড়গ্রামে। গুলি করে খুন করা হয় কংগ্রেস সমর্থককে। তাঁর বাড়িতে যাননি রাজ্যপাল।

উত্তরবঙ্গে সফরে রাজ্যপাল কোচবিহারে বিজেপি ও তৃণমূল দুই তরফের আক্রান্তদের পরিবারের সাথে কথা বলেছেন রাজ্যপাল। তবে উত্তর দিনাজপুরের চোপড়ায় গুলিতে নিহত বাম সমর্থকের পরিবারের সাথে দেখা করেননি। মনোনয়ন পর্বে চোপড়ায় একাধিক বাম ও কংগ্রেস সমর্থক গুলিবিদ্ধ হয়েছিলেন।

রাজ্যপাল সংঘর্ষ কবলিত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও ক্যানিং নিয়ে উদ্বিগ্ন। তবে উত্তর দিনাজপুরের চোপড়া ও খড়গ্রামে নিহতদের পরিবারের কাছে তিনি কেন যাননি এই প্রশ্ন উঠছে।