Emiliano Martinez: এমিকে বরণ করতে বিশেষ পরিকল্পনা মোহনবাগানের

বাংলাদেশ থেকে আজকেই ভারতে পা রাখবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez )।

Emiliano Martinez

বাংলাদেশ থেকে আজকেই ভারতে পা রাখবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez )। সবকিছু ঠিকঠাক চললে বিকেল চারটের একটু পড়ে কলকাতায় আসার কথা বিশ্বজয়ী এই তারকা ফুটবলারের। মোট দুই দিনের এই সফরে চরম ব্যস্ততায় থাকবেন এলএম টেনের এই সতীর্থ।

তবে এত ঘন্টার বিমান যাত্রার রেশ কাঁটাতে আজ শহরে এসে মূলত বিশ্রামেই থাকবেন এমি। তারপর আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হবে তার মূল সফর সূচি। কি কি থাকছে আগামীকাল এমির সূচি তে? যতদূর খবর প্রথমে শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানে সামিল হবেন মেসির এই সতীর্থ। তারপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনি চলে আসবেন সবুজ-মেরুন তাঁবুতে।

সেইমতো আগামীকাল প্রথমেই তিনি যেতে পারেন কলকাতার মিলন মেলা প্রাঙ্গনে। সেখানে গল্পের মাধ্যমে সকলের সামনে নিজের জীবনের গল্পের কথা তুলে ধরবেন এই তারকা। এরপর তিনি চলে যাবেন উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে। সম্ভবত বেলা ১২ টার একটু আগে এই লেবুতলা পার্কে এসে উপস্থিত হবেন এমি। সেখানে একটি সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদান করার পর বাংলার হয়ে খেলা বিভিন্ন ডিভিশনের গোলরক্ষকদের সঙ্গে আলাপ আলোচনার পর্ব সারবেন এই আর্জেন্টাইন তারকা।

এরপর চলে আসবেন লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। সেখানে থাকা মারাদোনার মূর্তিতে মাল্যদান করার পর সম্বর্ধনা অনুষ্ঠান ও সমর্থকদের সঙ্গে আলাপচারিতার মধ্যে দিয়ে শেষ হবে সেখানকার পর্ব। তারপর এমির ডেস্টিনেশন হবে মোহনবাগান ক্লাব। সেখানে উপস্থিত হয়ে ক্লাবের নবনির্মিত পেলে-মারাদোনা ও সোবার্স গেটের উদ্বোধন করবেন এই বিশ্বজয়ী তারকা। দশজন সমর্থকদের হাতে তুলে দেবেন আজীবন সদস্যপদ। পাশাপাশি মাঠে অনুষ্ঠিত হওয়া কলকাতা পুলিশের একটি আয়োজনী ম্যাচ ও দেখবেন তিনি।

তবে সেখানেই শেষ নয়। এই বিশ্বজয়ী ফুটবলার কে হাতের কাছে পেয়ে একেবারে এলাহী ভাবে বরন করে নিতে প্রস্তুত সবুজ-মেরুন ব্রিগেড। যতদূর খবর, আগামীকাল এমির হাতে তুলে দেওয়া হতে পারে মোহনবাগান রত্নের বিশেষ স্মারক। পাশাপাশি ক্লাবের ঐতিহ্যবাহী স্ট্যাম্প সহ বিশেষ উত্তরীয় ও থাকবে ক্লাবের উত্তরীয়। যা নিয়ে রীতিমতো সরগরম সবুজ-মেরুন তাঁবু। গত দুইদিন ধরে এমির অনুষ্ঠানের টিকিট দেওয়ার কথা ছিল বাগান তাঁবুতে। চাহিদা তুঙ্গে থাকায় প্রথম দিনে মাত্র দুই ঘন্টার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল সমস্ত টিকিট। যা থেকে পরিষ্কার বোঝা যায় যে আগামীকাল এমির সমর্থনে ঠিক কীরূপ ধারন করতে চলেছে তিলোত্তমা। একেবারে শেষে আগামীকাল রাতে রিষরায় এসে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের বাড়িতে একটি নৈশভোজে উপস্থিত থেকে সফর শেষ করবেন মার্টিনেজ।