মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝে শিলিগুড়িতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি, সরকারি টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে প্রাসাদ বানিয়ে রেখেছে মমতা ব্যানার্জি। বিরোধী দলনেতার এমন দাবিতে রাজনৈতিক মহল গরম। মঙ্গলবার দার্জিলিং জেলার শিলিগুড়িতে মমতার প্রশাসনিক সভা ও শুভেন্দুর সভা হয়। তৃণমূল ও বিজেপির দুই শীর্ষ নেতার সভা ঘিরে শিলিগুড়ি সরগরম।
শিলিগুড়িতে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী দুটি কাজ করতে উত্তরবঙ্গে আসেন। তিনি বেড়াতে আসেন আর ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসেন।
শুভেন্দু অধিকারী বলেন, “আজকে উত্তরবঙ্গে উত্তরকন্যা লাগোয়া ৩০ কোটি টাকা দিয়ে প্রাসাদ বানিয়েছেন ব্যাডমিন্টন কোর্ট সহ। কোন পর্যটক সেখানে থাকতে পারে, কোন সাংসদ-বিধায়ক-ব্যুরোক্র্যাট, বিদেশি প্রতিনিধি উঠতে পারে, উত্তর হল না। শুধু ওই একটা নয়, টাইগার হিল, সেবক রোড, গাজোলডোবা, চালসা থেকে শুরু করে আমাদের মাল্লার ইরিগেশন গেস্ট হাউস পর্যন্ত গোটা উত্তরবঙ্গে ফিলিপিন্সের যে তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন ফার্দিন্যান্ড বার্কোস অথবা সাদ্দাম হুসেনের মত ইনি প্রাসাদ বানিয়ে রেখেছেন সরকারের টাকায়, জনগণের টাকায়। কতবার বেড়াতে এসেছেন, কতবার কোথায় ছিলেন গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প, ধূপধোরা, তিলবার, জামরামারি ফরেস্ট বাংলো, জারবার, হলং ট্যুরিস্ট লজ, মাদারিহাট, মংপো নেচার এডুকেশন অ্যান্ড ওইয়াল্ডনেস রিসার্চ, বক্সার জঙ্গল লজ …লামাহাটা গভর্মেন্ট গেস্ট হাউস, কালিম্পং, ডেলো ট্যুরিস্ট লজ।“
শুভেন্দু আরও বলেন, “ডেলো মনে আছে তো? সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু, সারদা, রোজ ভ্যালি, মনে আছে তো? ডেলোতে উনি অনেক এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং করে জানি। এইভাবে গোটা উত্তরবঙ্গে তিনি অসংখ্যবার এইভাবে বেড়াতে এসেছেন। উত্তরবঙ্গের মানুষের কোনও উন্নয়ন হয়নি। যদি উত্তরবঙ্গে আপনি স্বাস্থ্যের কথা বলেন, একটাও নিউরোসার্জেন নেই। গোটা উত্তরবঙ্গে খুঁজে আসুন নো নিউরোসার্জেন, নো কার্ডিওলজ্যিস্ট।“
শুভেন্দু আরও বলেন, “অশোকবাবু বলছিলেন ম্যেডিক্যাল কলেজ! সব গুলো উনি আসা পরে, বালুরঘাট মেডিক্যাল কলেজ, আলিপুরদুয়ার মেডিক্যাল কলেজ, যেকটা হয়েছে, এগুলো সব নরেন্দ্র মোদীজির স্কিম। নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পরে তিনি যে যে প্রশাসনিক জেলাতে মেডিক্যাল কলেজ নেই, একটা করে মেডিক্যাল কলেজের পরিকল্পনা নেন।“