‘তৃণমূলের প্রথম সারির নেতাদের কী হাল হয় দেখুন’, শুভেন্দুর নিশানায় কে?

আগামী কয়েকদিনের মধ্যেই গুন্ডা, তোলাবাজ তোলামূল পার্টির প্রথমসারির অনেক নেতার অবস্থা কী হয় শুধু দেখতে থাকুন। বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর এমন বার্তায়…

Shuvendu Adhikari made controversial remarks about Chief Minister Mamata Banerjee

আগামী কয়েকদিনের মধ্যেই গুন্ডা, তোলাবাজ তোলামূল পার্টির প্রথমসারির অনেক নেতার অবস্থা কী হয় শুধু দেখতে থাকুন। বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর এমন বার্তায় বীরভূম জেলা তৃ়ণমূল কংগ্রেসের ভিতর চাপা উত্তেজনা বাড়ছে। এবার কি কেষ্টদা ! এমনই গুঞ্জন ছড়িয়েছে তৃণমূলের অন্দরে। সোমবার গোরু পাচার মামলায় ফের সিবিআই ডেকেছে অনুব্রত মণ্ডলকে।

শুভেন্দুতট বলেন, শাসকদলের বিধায়কের গুন্ডামি মানুষ দেখেছে। গুন্ডাদের রাজত্বে যে যাকে পারবে গুলিও করতে পারে, ধর্ষণও করতে পারে।

শুক্রবার চুঁচুড়ায় বিজেপির মিছিলে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে। ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়ায় গোটা এলাকাজুড়ে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে চুঁচুড়া থানার পুলিশ। এর পরেই বিরোধী দলনেতা দিয়েছেন বার্তা।

শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন ক্ষেত্রে কোটি কোটি কালো টাকার মজুত করা, বিপুল বেআইনি সম্পত্তির মালিক প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেরা চালিয়ে যাচ্ছে ইডি। তিনি এখন প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি। সূত্রের খবর জেরায় যে সব তথ্য দিয়েছেন পার্থ তার ভিত্তিতে চলছে তদন্ত। এবার বীরভূম জেলা তৃ়ণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে ফের জেরা করতে চায় সিবিআই।