Ram Mandir: রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যে এক লক্ষ প্রদীপ জ্বালাবে বিজেপি

আর মাত্র ২ দিন। সোমবার, অর্থাৎ, আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব। অযোধ্যায় এখন সাজোসাজো রব, প্রস্তুতি চলছে পুরোদমে। প্রাণ প্রতিষ্ঠাকে…

আর মাত্র ২ দিন। সোমবার, অর্থাৎ, আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব। অযোধ্যায় এখন সাজোসাজো রব, প্রস্তুতি চলছে পুরোদমে। প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা দেশ রামভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ছে।

রাম মন্দির উদ্বোধনের দিন সাজবে বাংলাও। ওইদিন বালুরঘাটে আত্রেয়ী নদীর সদর ঘাটে জ্বলে উঠবে এক লক্ষ প্রদীপ। এই কর্মসূচির উদ্যোগ নিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ওইদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর এই কর্মসূচির সঙ্গে চলবে সন্ধ্যারতি এবং দায়িত্বে থাকবেন ২২ জন পুরোহিত।

কর্মসূচিকে সফল করতে জেলার বিজেপি কর্মীরা ব্যস্ত প্রস্তুতিতে। নদীর ঘাট পরিষ্কার করার কাজ চলছে। এছাড়া, বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তের কুমোর বাড়ি থেকে প্রদীপ সংগ্রের কাজও চলছে। আচমকা বড়সড় অর্ডার পেয়ে খুশি কুমোরেরাও। এ

জানা যাচ্ছে, প্রদীপ জ্বালাতে নিয়ে আসা হচ্ছে এক কুইন্টল সর্ষের তেল। সঙ্গে কেজি কেজি ঘি সন্ধ্যারতির জন্য। প্রদীপ জ্বালানোর জন্য কয়েক হাজার স্বেচ্ছাসেবক থাকবে মাঠে।

বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক বাপি সরকার জানিয়েছেন, সুকান্ত মজুমদারের উদ্যোগেই সবটা হচ্ছে। ওইদিন দিনভর আমাদের এখানে পুজো চলবে। সঙ্গে নদীর পাড়েও হবে অনুষ্ঠান।