মদনের আশঙ্কা সত্যি করে ফের খুন পানিহাটিতে

সপ্তাহ না ঘুরতেই ফের খুন পানিহাটিতে। এবার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হল আরমান নামক এক যুবককে। শনিবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে আগরপাড়ার…

মদনের আশঙ্কা সত্যি করে ফের খুন পানিহাটিতে

সপ্তাহ না ঘুরতেই ফের খুন পানিহাটিতে। এবার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হল আরমান নামক এক যুবককে। শনিবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে আগরপাড়ার নয়াবস্তি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে ছানা নামে এক যুবক আরমানের বাড়িতে যায়। তার সঙ্গেই বাড়ি থেকে বেরিয়েছিল মৃত আরমান। এরপরই পানিহাটি ৭ নম্বর ওয়ার্ডের আগরপাড়া নয়াবস্তি এলাকা থেকে উদ্ধার হয় তাঁর ক্ষতবিক্ষত ও রক্তাক্ত দেহ।

ছানার হাতেই যে আরমান খুন হয়েছে সে বিষয়ে নিশ্চিত স্থানী়য়রা। কারণ ছানার বাবাকে খুনের অভিযোগে জেলে গিয়েছিল আরমান। দুই সপ্তাহ আগে ছাড়া পায় সে। তারপর থেকেই আরমানকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। বাবার মৃত্যুর বদলা নিতেই ছানা এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি মৃতের পরিবারের। কিন্তু ছানার সঙ্গে আরমানের বাইরে যাওয়া নিয়ে প্রশ্ন থাকছে।

Advertisements

এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্তদের শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। পুলিশেক সামনেও চলে বিক্ষোভ। তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। বিক্ষোভের মাঝেই আরমানের দেহটি উদ্ধার করে পুলিশ। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।