21 July Rally: এই ভিড় তো লাভের! তৃণমূল খদ্দেরদের জন্য উচ্ছসিত শক্তিগড় ল্যাংচা বিক্রেতারা

বাম আমলেও ভিড় হতো। এখন তো আরও বেশি ভিড় হয়। দুদিন ধরে স্টক করেছি। আজই গামলা গামলা ল্যাংচা শেষ হয়ে যাবে। এমনই জানাচ্ছেন শক্তিগড়ের ল্যাংচা…

21 July Rally: এই ভিড় তো লাভের! তৃণমূল খদ্দেরদের জন্য উচ্ছসিত শক্তিগড় ল্যাংচা বিক্রেতারা

বাম আমলেও ভিড় হতো। এখন তো আরও বেশি ভিড় হয়। দুদিন ধরে স্টক করেছি। আজই গামলা গামলা ল্যাংচা শেষ হয়ে যাবে। এমনই জানাচ্ছেন শক্তিগড়ের ল্যাংচা বিক্রেতারা। পূর্ব ও পশ্চিম বর্ধমান থেকে তৃণমূল কংগ্রেস সমর্থকরা বাস বোঝাই করে কলকাতা যাচ্ছেন একুশে জুলাই ‘শহিদ’ (21 July Rally) সমাবেশে যোগ দিতে। শক্তিগড়ের ল্যাংচা খেতে ভিড় উপচে পড়ছে।

21 July Rally: এই ভিড় তো লাভের! তৃণমূল খদ্দেরদের জন্য উচ্ছসিত শক্তিগড় ল্যাংচা বিক্রেতারা

আসানসোল থেকে কলকাতা যাওয়ার জাতীয় সড়কের শক্তিগড় গুরুত্বপূর্ণ। বিখ্যাত মিষ্টি ল্যাংচা খেতে এখানেই নামতে হয়।  ২১ শের সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকেই যাচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। ট্রেন ছাড়া সড়কপথে যারা যাচ্ছেন তাদের অবধারিত স্টপেজ শক্তিগড়।

Advertisements

শক্তিগড়ে জাতীয় সড়ক-২ এর দুদিকে লাইন দিয়ে রয়েছে  ল্যাংচার দোকান। ব্যবসায়ী ও দোকানগুলির কর্মীরা জানান ২১ শে যে ভিড় হয় তা সারাবছরের রেকর্ড। গত দু বছর এতুশ সমাবেশ হয়নি। তাই এমন লাভ হয়নি।

কেন যাচ্ছেন? অনেকেই বলছেন দিদির ভাষণ শুনতে।