21 July Rally: তৃণমূলে যোগদান গান্ধী পরিবারের দুই সদস্যের?

২১ জুলাইয়ে বড় চমক থাকবে। সাংবাদিকদের উদ্দেশ্যে একথা জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চমক কি আজ অপএক্ষা করছে? শোনা যাচ্ছে গান্ধী পরিবারের…

২১ জুলাইয়ে বড় চমক থাকবে। সাংবাদিকদের উদ্দেশ্যে একথা জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চমক কি আজ অপএক্ষা করছে? শোনা যাচ্ছে গান্ধী পরিবারের দুই সদস্য ইতিমধ্যেই কলকাতায় এসে উপস্থিত হয়েছেন। তাঁরা তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন?

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালেই কলকাতায় উপস্থিত হয়েছেন বরুণ গান্ধী ও মানেকা গান্ধী। শোনা যাচ্ছে, আজ তৃণমূলের ২১ জুলাইয়ের দিনে গান্ধী পরিবারের দুই সদস্যের কলকাতায় উপস্থিত হওয়ার খবর একেবারে উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। মনে করা হচ্ছে আজই তৃণমূলে যোগাদান করবেন তাঁরা। দুজনেই কেন্দ্রীয় বিজেপির হেভিওয়েট মুখ তবে বিক্ষুব্ধ ও মোদী বিরোধী।

এক সময় মা ইন্দিরা গান্ধীর সঙ্গে দলের ব্যাটন আমলেছেন সঞ্জয় গান্ধী। সময়ের সঙ্গে গান্ধী পরিবারের মধ্যেই বিবাদ দেখা দেয়। পরে তা প্রকাশ্যে আসতে শুরু করে। এক সময় কংগ্রেস পরিবার থেকে যোগ দেন বিজেপিতে। এখনও সাংসদ হিসাবেই রয়েছে বরুণ গান্ধী এবং মানেকা গান্ধী।

প্রকাশ্যে একাধিকবার মোদী সরকারের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে বরুণ গান্ধীকে। কৃষকদের সমস্যা থেকে জিএসটি বৃদ্ধি একাধিক সমস্যা নিয়ে সরব হয়েছেন তিনি। সম্প্রতি বরুণের তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা প্রবল হয়েছিল। যদিও সেই জল্পনা নিজেই উড়িয়ে দিয়েছেন বরুণ। আজ কলকাতায় উপস্থিতি জল্পনার সেই আগুনে ঘৃতাহুতি দিয়েছে।