মাঝ সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, নুলিয়াদের চেষ্টায় ফিরে পেল প্রাণ

নিজস্ব সংবাদদাতা, দিঘা: পর্যটক নয়, মাঝ সমুদ্রে তলিয়ে যাওয়া ঈগলকে উদ্ধার করল নুলিয়ারা। নিজের জীবনে ঝুঁকি নিয়ে ৫০০ মিটার দূরে সমুদ্র ঢেউকে উপেক্ষা করে ঈগলকে…

নিজস্ব সংবাদদাতা, দিঘা: পর্যটক নয়, মাঝ সমুদ্রে তলিয়ে যাওয়া ঈগলকে উদ্ধার করল নুলিয়ারা। নিজের জীবনে ঝুঁকি নিয়ে ৫০০ মিটার দূরে সমুদ্র ঢেউকে উপেক্ষা করে ঈগলকে উদ্ধার করে নুলিয়ারা। বুধবার এমন ঘটনার সাক্ষী থাকল ওল্ড দিঘার ১ নং গেট সংলগ্ন পর্যটকেরা।

উদ্ধার হওয়া পাখিটিকে চিকিৎসার জন্য বনদফতর হাতে তুলে দেয় নুলিয়ারা। অসুস্থ মাঝ সমুদ্র থেকে ঈগলকে উদ্ধার করায় নুলিয়াদের স্বাগত জানিয়েছেন দিঘায় বেড়াতে আসার পর্যটক থেকে প্রশাসনের আধিকারিকেরা। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কর্মরত নুলিয়া সৌমেন ঘোড়াই বলেন, “প্রতিদিনের মতো আমরা যখন ওল্ড দিঘায় ১ নং নজদারি করছিলাম সেই সময় আমাদের নজরে আসে মাঝ সমুদ্রে কিছু একটা হাবুডুবু খাচ্ছে। তৎক্ষনাৎ আমাদের তিনজন সহকর্মী সমুদ্রে ঝাঁপিয়ে উদ্ধারে নামেন। বেশ কিছু সময় ধরে সমুদ্রের ঢেউয়ের সাথে লড়াই করে পাখিটিকে মাঝ সমুদ্র থেকে উদ্ধার করতে পেরে ভীষণ ভালো লাগছে৷”

কাঁথি মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য বলেন, “শুনে খুব ভালো লাগছে। সামনেই গ্রীষ্মকাল প্রচুর পর্যটকের ভিড় জমবে তাদের সামনেও এই ধরনের পশু প্রেমের বিকাশ ঘটবে বলে মনে করা হচ্ছে। যারা এই ধরনের কাজে করেছে তাদের আমরা প্রসংশাপত্র সহ অন্যান্য সাহায্য দিয়ে তাদের উৎসাহিত করবো। সকলের মধ্যে সচেতনতার বৃদ্ধি ঘটুক এটাই চাইবো। সংবাদ মাধ্যমের কাছে আমার আবেদন থাকবে এই ধরনের সাংবাদ সকলের সামনে তুলে ধরার। তাহলে দেশ, রাজ্য ও সমাজের সচেতন ঘটবে৷”