রণক্ষেত্র সন্দেশখালিতে কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে বাধা মমতার পুলিশের

থমথমে হয়ে রয়েছে সন্দেশখালি (Sandeshkhali)। এই সন্দেশখালির বিভিন্ন জায়গায় এখনও অবধি ১৪৪ ধারা জারি করা রয়েছে। তবে ফের একবার শিরোনামে উত্তর ২৪ পরগনা জেলার এই…

থমথমে হয়ে রয়েছে সন্দেশখালি (Sandeshkhali)। এই সন্দেশখালির বিভিন্ন জায়গায় এখনও অবধি ১৪৪ ধারা জারি করা রয়েছে। তবে ফের একবার শিরোনামে উত্তর ২৪ পরগনা জেলার এই ছোট্ট গ্রামটি। কারণ এবার সন্দেশখালিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে (Fact Finding Committee)  বাধা দিল পুলিশ।

 

কবে ধরা পড়বে তৃণমূলের শেখ শাহজাহান (Sheikh Shahjahan)? এই প্রশ্নকে ঘিরে সরগরম হয়ে রয়েছে সন্দেশখালি। বিগত ৫৫-৫৬ দিন ধরে। নিখোঁজ হয়ে রয়েছে এলাকার ত্রাস হিসেবে কুখ্যাত এই শাহজাহান। তাঁর বিরুদ্ধে ইডির টিমের ওপর হামলা, মহিলাদের ধর্ষণ ও জমি ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে এই সকল বিষয় খতিয়ে দেখতে সন্দেশখালিতে হাজির হয়েছিল কেন্দ্রীয় সরকারের তৈরি ফ্যাক্ট ফাইন্ডিং টিম। যদিও সন্দেশখালিতে সদস্যদের পা পড়তেই রীতিমতো ফুঁসে ওঠে পুলিশ বলে অভিযোগ।

সন্দেশখালি পরিদর্শনে আসা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের দক্ষিণ ২৪ পরগনার ভোজেরহাটে আটকে দেওয়া হয়।

এই বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্য ওপি ব্যাস বলেন, “আমরা এখানে বাধ্য হয়ে বিরোধিতা করতে বসেছি, কারণ পুলিশ আমাদের বেআইনিভাবে আটকিয়েছে, যা আমাদের অধিকারের বিরুদ্ধে। আমরা এ বিষয়ে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর কাছেও অভিযোগ জানাবো। রামনবমীর সময়েও পুলিশ একই কাজ করেছিল এবং আমাদের থামিয়ে দিয়েছিল কারণ তারা কিছু লুকাচ্ছিল। আমি বুঝতে পারছি না, এই রাজ্য সরকার কী ধরনের ছবি বিশ্বের সামনে তুলে ধরতে চাইছে। রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে। দুর্ভাগ্যজনকভাবে পুলিশ বেআইনি নির্দেশ দিচ্ছে এবং আইন হাতে তুলে নিচ্ছে। আমরা সন্দেশখালির ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে চাই।”