চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ প্রথম পুলিশ সুপার বদল হয় বীরভূমে (Birbhum)। বীরভূমের পুলিশ সুপারের দায়িত্ব পান ভাস্কর মুখোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার ৮৬ দিনের মাথায় বদলির বিজ্ঞপ্তি।
বিজ্ঞপ্তিতে জানানো হয় বীরভূমের বর্তমান পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হচ্ছে বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপারের। বীরভূমের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে বারাসাত পুলিশ জেলার বর্তমান পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জিকে।
উল্লেখ্য, মাত্র ৮৬ দিনের মাথায় পুলিশ সুপার বদল নিয়ে জেলায় তৈরি হচ্ছে জল্পনা। পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, “সরকার যে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী তাদের চলতে হবে।”
সূত্র অনুযায়ী, ভাস্কর মুখোপাধ্যায়ের ডিআইজি হওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। তিনি জুলাই মাসে ডিআইজি হতে পারেন। এই পরিস্থিতিতে যদি জুলাই মাসে তার পদোন্নতি হয় এবং ওই সময় যদি পঞ্চায়েত নির্বাচন হয় তাহলে ভাস্কর মুখোপাধ্যায়ের জায়গায় অন্য কাউকে আনতে হবে।
তাই আগেই যদি নতুন পুলিশ সুপার হিসেবে রাজনারায়ণ মুখার্জি দায়িত্ব পান তাহলে তিনি জেলার পরিস্থিতি বুঝে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে অনেক সুবিধা পাবেন। সব পরিস্থিতির কথা মাথায় রেখেই রাজ্য পুলিশ কেবলমাত্র ২ জেলার পুলিশ সুপার বদলি করেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।