দেশে ফিরতে চায় না, ইউক্রেনের মানুষের পাশে ভারতীয় তরুণী

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে আতঙ্কে দিন কাটছে ইউক্রেনে আটকে থাকা বহু ভারতীয় পড়ুয়াদের। প্রত্যেকেই দেশে ফেরার আর্জি জানিয়েছেন। কিন্তু এদের মধ্যেই একজন তরুণী অনু=ইয় দেশের যুদ্ধে…

Russia-Ukraine Crisis

short-samachar

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে আতঙ্কে দিন কাটছে ইউক্রেনে আটকে থাকা বহু ভারতীয় পড়ুয়াদের। প্রত্যেকেই দেশে ফেরার আর্জি জানিয়েছেন। কিন্তু এদের মধ্যেই একজন তরুণী অনু=ইয় দেশের যুদ্ধে নিজের মানবতার হাত বাড়িয়ে দিয়েছে। এই মানবিক তরুণীর নাম নেহা (১৭)।

   

নেহা হরিয়ানা থেকে ইউক্রেনে পাড়ি দিয়েছিল ডাক্তারি করার জন্য। সেখানকার হস্টেলে জায়গা না পাওয়ায় একটি বাড়ি ভাড়া করে থাকেন। সময় কাটতে কাটতে বাড়ির মালিক ও তাঁর পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। তাঁদের এতটাই আপন করে নিয়েছে যে এই পরিস্থিতিতেও দেশে ফিরতে চায় না নেহা।

ইউক্রেনে যখন একের পর এক মিশাইল বাড়ি ধ্বংস করছে সেসময় প্রাণ বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নিয়েছিল নেহা। তার বাড়িওয়ালার পরিবারকেও নিজের কাছেই রাখে। ইতিমধ্যেই শতাধিক পড়ুয়াকে ফিরিয়ে নিয়ে আসা হয়। কিন্তু মন চায়নি নেহার। বাড়িতে ফোন করে সে জানায়, ‘সব ঠিক আছে তবে ফিরতে একটু সময় লাগবে।’ তার মানবিকতার প্রশংসা হলেও উদ্বিগ্ন নেহার পরিবার।

উল্লেখ্য, শনিবার পর্যন্ত ইউক্রেন থেকে ২১৯ জনকে ভারতে ফিরিয়ে নিয়ে এসেছে। বাকিদেরও ফেরানোর তৎপরতা রয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বাঙালি পড়ুয়াদের তথ্য বিদেশ মন্ত্রকে পাঠিয়েছে। প্রস্তুতি শুরু করেছে নবান্ন।