ট্রেনের টিকিট কাটার আগে সাবধান, একগুচ্ছ ট্রেন বাতিল করল রেল

প্রবল বৃষ্টিতে ভাসছে একের পর এক রাজ্য। বাদ যায়নি বাংলাও। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বহু জেলার অবস্থা বেশ খারাপই বটে এই সময়। উত্তরবঙ্গের জেলায়…

প্রবল বৃষ্টিতে ভাসছে একের পর এক রাজ্য। বাদ যায়নি বাংলাও। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বহু জেলার অবস্থা বেশ খারাপই বটে এই সময়। উত্তরবঙ্গের জেলায় জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি বিপদসীমার ওপর দিয়ে বইছে বহু নদী। হাজার হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের তরফে। তবে এখানেই কিন্তু শেষ নয়, এবার রেল যাত্রীদের জন্য রইল অত্যন্ত খারাপ খবর। বাতিল হয়ে গেল বহু ট্রেন (Train Cancelled)।

এহেন অবস্থার জেরে একগুচ্ছ ট্রেন বাতিল করল উত্তর-পূর্ব রেলওয়ে। হ্যাঁ ঠিকই শুনেছেন। যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গগামী বেশ কিছু ট্রেন। আপনিও যদি এই সময়ে উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রইল খারাপ খবর। আজ ৮ জুলাই থেকে আগামী ১৩ জুলাই অর্থাৎ টানা ৬ দিন একগুচ্ছ ট্রেন বাতিল করে দিল রেল।

   

উত্তর-পূর্ব রেলওয়ের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৮, ৯,‌ ১১, ১২ এবং ১৩ জুলাই অবধি বাতিল থাকবে ট্রেন নম্বর ১৫৭২৩ জোগবানি-শিলিগুড়ি টাউন এক্সপ্রেস, ১৫৭২৪ শিলিগুড়ি-জোগবানি এক্সপ্রেস। এরপর ৮ জুলাই থেকে আগামী ১৩ জুলাই অবধি বাতিল থাকবে ট্রেন নম্বর ১৫৭০৯ মালদা টাউন-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, ১৫৭১০ নিউ জলপাইগুড়ি-মালদা টাউন এক্সপ্রেস, ট্রেন নম্বর ৭৫৭০৬ শিলিগুড়ি জংশন-রাধিকাপুর এক্সপ্রেস এবং ৭৫৭০৫ রাধিকাপুর-শিলিগুড়ি জংশন এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে।