পুজোর মরশুমে উত্তরবঙ্গে বাতিল একাধিক ট্রেন, সমস্যায় পড়তে পারেন যাত্রীরা

পুজো মানেই বহু মানুষের কাছে নানা ধরনের চিন্তাভাবনা থাকে৷ যেমন ধরুন কেউ কেউ আছেন যাঁরা পুজোর চার দিন জমিয়ে প্যান্ডেল হপিং করে থাকেন৷ আবার ভ্রমনপিপাসুদের…

sjsjjsk পুজোর মরশুমে উত্তরবঙ্গে বাতিল একাধিক ট্রেন, সমস্যায় পড়তে পারেন যাত্রীরা

পুজো মানেই বহু মানুষের কাছে নানা ধরনের চিন্তাভাবনা থাকে৷ যেমন ধরুন কেউ কেউ আছেন যাঁরা পুজোর চার দিন জমিয়ে প্যান্ডেল হপিং করে থাকেন৷ আবার ভ্রমনপিপাসুদের কাছে এই সময়টা একেবারে মোক্ষম৷ কারণ পুজোয় এই কটা দিনের ছুটিতে পরিবারের সঙ্গে কোথাও না কোথাও বেড়াতে যেতে পছন্দ করেন৷ তবে ঘুরতে যাওয়ার কথা ভাবলে তো চলবে না৷ বেড়াতে যাওয়ার প্রায় দুই মাস থেকে আগে থেকে টিকিট বুকিং করতে হয়৷ কিন্তু সমস্যার বিষয় হল, যাঁরা এই বছরে ঘুরতে যাওয়ার তালিকায় উত্তরবঙ্গে যাবেন বলে ঠিক করেছেন তাঁরা সমস্যায় পরতে পারেন৷ কারণ বহু ট্রেন ঘুরপথে চালানো হবে পুজোর মরশুমে (Train cancelled)৷

রেল সূত্রে খবর, রাঙাপানি স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজ চলবে সেই কারণে ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহু ট্রেনর পথই ঘুরিয়ে দেওয়া হয়েছে৷ এর ফলে গন্তব্যে পৌঁছতে একটু দেরি হতে পারে যাত্রীদের। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে,২৮ সেপ্টেম্বর অর্থাৎ আগামী শনিবার বাতিল হচ্ছে শিলিগুড়ি জংশন-মালদহ কোর্ট ট্রেন। ২৯ সেপ্টেম্বর,রবিবার দু’টি ট্রেন বাতিল হয়েছে।

   

২৯ সেপ্টেম্বর পটনা জংশন-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ার কথা ছিল দুপুর ১টায়। সেটি ছাড়বে দুপুর আড়াইটার সময়। ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর, ১০টি ট্রেন আলুয়াবাড়ি রোড-শিলিগুড়ি জংশন-নিউ জলপাইগুড়ি হয়ে ঘুরে যাবে। ২৯ সেপ্টেম্বর শিয়ালদহ-সব্রুম আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ২৭ সেপ্টেম্বর লালগড় জংশন-ডিব্রুগড় অওয়ধ অসম এক্সপ্রেস, ওখা-গুয়াহাটি দ্বারকা এক্সপ্রেস, বেঙ্গালুরু-গুয়াবাটি এক্সপ্রেস৷