Weather: সোমবারের পর উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

এবার সোমবারের পর উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ক্রমশ ওড়িশার উপকূল হয়ে বাংলার দিকে তৈরি হচ্ছে মৌসুমী অক্ষরেখা । এর প্রভাবে আগামী ১৮ জুলাই…

এবার সোমবারের পর উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ক্রমশ ওড়িশার উপকূল হয়ে বাংলার দিকে তৈরি হচ্ছে মৌসুমী অক্ষরেখা । এর প্রভাবে আগামী ১৮ জুলাই নাগাদ বৃষ্টি হ‌ওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর‌বঙ্গেও । এমন কথাই জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আধিকারিক‌রা জানিয়েছেন ।

গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহ ও প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা উত্তর‌বঙ্গবাসীর। এই পরিস্থিতি আরও দুদিন বজায় থাকবে বলে খবর। শোনা যাচ্ছে, জলপাইগুড়ি জেলা‌য় ইতিমধ্যে‌ই অসুস্থ হয়েছেন এক স্কুল শিক্ষিকা সহ মোট ৪ জন। তীব্র দাবদাহের পাশাপাশি বাতাসের সঙ্গে বইছে গরম হাওয়া । এর জেরে জনশূন্য হয়ে পড়ছে রাস্তাঘাট।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে , গত কয়েকদিনে তাপমাত্রা পারদ ৩৮ ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে‌ছিল। যা গত চার বছরের মধ্যে রেকর্ড । তবে জলপাইগুড়ি‌তে সর্বকালীন তাপমাত্রা রয়েছে ১৯৮৬ সালে ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস। ২০১৮ সালে তাপমাত্রা‌র পারদ ছুঁয়ে‌ছিল ৩৮.৪ ডিগ্রি পর্যন্ত । সাধারণ মানুষের দাবি গত পাঁচ বছরে এমন গরম পড়েনি জলপাইগুড়ি ও ডুয়ার্স এলাকা জুড়ে।এই গরমে সমস্যায় পড়ে গেছে ইষ্কুল পড়ুয়ারাও।তারা এই গরমে ইষ্কুলে গিয়ে হয় অসুস্থ না হয় পরিশ্রান্ত হয়ে পড়ছে। এত গরমের মধ্যে অনেক ইষ্কুলেই ফ্যান নেই অথবা কম ফ্যান আছে।তাই পড়ুয়ারা ঠিকমত ফ্যানের হাওয়া পাচ্ছে না।ফলে একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ছে।