WB Police: গালাগালি দিতেই তৃ়ণমূল নেতাকে কষিয়ে চড় মারল পুলিশ

অপেক্ষণ ধরে হম্বিতম্বি করছিল তৃণমূল নেতা। একপর্যায়ে গালাগালি দিতে থাকে। সবই ছিল পুলিশকে কটাক্ষ করে কটুক্তি। হঠাত ওই নেতাকে কষিয়ে এক চড় মারলেন পুলিশ অফিসার।…

অপেক্ষণ ধরে হম্বিতম্বি করছিল তৃণমূল নেতা। একপর্যায়ে গালাগালি দিতে থাকে। সবই ছিল পুলিশকে কটাক্ষ করে কটুক্তি। হঠাত ওই নেতাকে কষিয়ে এক চড় মারলেন পুলিশ অফিসার। পুলিশের (WB Police) চড় খেয়ে শাসকদলের নেতা মিইয়ে গেলেন। প্রকাশ্যে এভাবে এলাকার দাপুটে তৃণমূল নেতাকে চড়িয়ে দবাং ভূমিকা নেওয়ায় পুলিশ কর্মীকে ঘিরে বিতর্ক। দার্জিলিং জেলার খড়িবাড়িতে চাঞ্চল্য।

রবিবার একটি ম্যাচ চলাকালীন এই ঘটনার পর সোমবার খড়িবাড়ি ছিল সরগরম। থানা ঘিরে বিক্ষোভ করেন তৃ়নমূল সমর্থকরা। 

রবিবার এক দিবারাত্রি নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে খড়িবাড়ি পুরাগঞ্জ ইউথ অ্যান্ড তরাই স্পোর্টস অ্যাকাডেমি। কালকোট সিং হাই স্কুল মাঠে অনেক রাত পর্যন্ত চলছিল টুর্নামেন্ট। রাত প্রায় পৌনে বারোটা নাগাদ ফাইনাল ম্যাচ চলছিল।  খেলা শান্তিপূর্ণভাবে চালানোর জন্য ছিল ব়্যাফ সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশের একটি ভ্যান নকশালবাড়ি পুরাগঞ্জ রাজ্য সড়কের পাশে রাখা ছিল।

জানা গেছে, পুরাগঞ্জ হাতিডোবা গ্রাম পঞ্চায়েতের সদস্য মৌসুমী বড়াইয়ের স্বামী তথা তৃণমূল নেতা হঠাৎ মঞ্চের পাশে দাঁড়ানো পুলিশবাহিনীর কাছে এসে রাস্তার পাশ থেকে গাড়িটি সরিয়ে রাখতে বলেন। পরেশের দাবি গাড়িটির রাস্তায় যানজট সৃষ্টি করছিল। কিন্তু পুলিশের দাবি গাড়ি গাড়িটি খেলার মাঠ থেকে অনেকটাই দূরত্ব ছিল।

অভিযোগ, তৃণমূল নেতী পরেশ পুলিশের দিকে অকথ্য ভাষার প্রয়োগ করে। এরপর তাদের মধ্যে বচসা শুরু হয় এবং সেই মুহূর্তে পুলিশ কর্মী এসে তাকে সপাটে চড় মেরে পুলিশ ভ্যানে তোলে। তবে খেলার পরিবেশ শান্ত রাখার জন্য কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া হয় পরেশকে।

অন্যদিকে গত রাতের ঘটনার প্রতিবাদে খড়িবাড়ি তৃণমূলের ব্লক সভাপতি মুকুল সরকার, তৃণমূলের অঞ্চল সভাপতি প্রদীপ মিশ্রা, ব্লক মহিলা সভাপতি অনিমা বন্দ্যোপাধ্যায় সহ প্রায় ২০০ তৃণমূল নেতাকর্মী খড়িবাড়ি থানা ঘেরাও করে। ওসি সহ অভিযুক্ত পুলিশ অফিসারকে ঘেরাও করে তারা বিক্ষোভ দেখাতে থাকে। অভিযুক্ত অফিসার সহ কনস্টেবলদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এরপর ওসি উপযুক্ত শাস্তির দেওয়ার আশ্বাস দিলে তারা বিক্ষোভ তুলে নেয়।