Mamata Banerjee: সংসদ থেকে মহুয়ার বরখাস্তের পর দ্রুত মোদীর দরবারে মমতা

গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লি গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। এবার দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।বাগডোগরা বিমানবন্দরে…

Mamata Banerjee Is Going To Delhi to Meet PM Modi

গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লি গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। এবার দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে একথা জানান তিনি। ১৮, ১৯ ও ২০ ডিসেম্বরের মধ্যে একদিন প্রধামন্ত্রী মোদীর থেকে সময় চেয়েছেন তিনি।

তৃণমূল সূত্রের খবর, ডিসেম্বরেই তিনদিনের জন্য দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। তার মধ্যে একদিন মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি। সময় চেয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা। বাগডোগরা বিমানবন্দরে মমতা জানিয়েছেন, কয়েকজন সাংসদকে নিয়ে দিল্লি যাবেন তিনি। ১৮, ১৯ ও ২০ ডিসেম্বরের মধ্যে একদিন তিনি সময় চেয়েছেন মোদীর কাছে।

   

তিনি আরও বলেন, “বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দিয়েছে। আবাস যোজনা, গ্রামের রাস্তা, ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে।” তাঁর দাবি, এই রাজ্য থেকে জিএসটি নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু রাজ্যের ভাগ দেওয়া হচ্ছে না। তাঁর কথায়, ওদের টাকা চাই না, অন্তত আমাদের ভাগের টাকা দিয়ে দিন। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘চিঠি দিয়ে সময় চেয়েছি। সময় দিলে ভাল। না হলে যা করার করব।’

একদিকে রাজ্যকে বঞ্চনার অভিযোগ, অন্যদিকে, মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার ঘটনা। সেই আবহেই মমতার এই দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অপরদিকে আগামী ২৪ ডিসেম্বর কলকাতায় গীতাপাঠের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। সেখানে উপস্থিত থাকতে পারেন তিনি। তার আগেই সাক্ষাতের সম্ভাবনা মোদী-মমতার।