তৃণমূল মদতে চলে ‘বেআইনি বালি খাদান’, নদীতে তলিয়ে মৃত ৩ শিশু

নদীতে তলিয়ে একই পরিবারের তিন শিশু মৃত। এ ঘটনা উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) করণদিঘি (karandighi) দোমহনা এলাকার। গ্রামবাসীরা প্রশ্ন তুলছেন হাঁটু জল নদীতে কী করে…

নদীতে তলিয়ে একই পরিবারের তিন শিশু মৃত। এ ঘটনা উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) করণদিঘি (karandighi) দোমহনা এলাকার। গ্রামবাসীরা প্রশ্ন তুলছেন হাঁটু জল নদীতে কী করে তলিয়ে যেতে পারে তিনটি শিশু? অভিযোগ, দিনরাত আর্থ মুভার দিয়ে করণদিঘির সুধানী নদীতে বেআইনি বালি তোলা চলছে তৃণমূল নেতার মদতে। এর ফলে তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত। সেই গর্তের জলে ডুবে মারা গেছে তিন শিশু।

দোমহনা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম চৌনাগারা এলাকায় ঘটেছে মর্মান্তিক ঘটনা। নদীতে ডুবে মৃত রোজিনা খাতুন (৯), তাসিনা খাতুন (৭), মহম্মদ রিজুয়ান (৪)। তাদের মৃত্যুতে গোটা গ্রাম ক্ষোভে ফুঁসছে।

   

একসাথে তিন শিশু নদীতে ডুবে মৃত্যু ও বেআইনি বালি খাদানের কারণে করণদিঘির দোমহনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। এলাকাবাসী বলছেন, সুধানী নদীতে আর্থমুভার দিয়ে বালি তোলার ফলে তৈরি হয়েছিল গর্ত। সেই গর্তে পড়ে জলে ডুবে মৃত্যু হয় তিন শিশুর।

মৃত তিন জনই ভাই বোন। বৃহস্পতিবার সুধানী নদীতে এক সঙ্গে স্নান করতে গিয়েছিল রোজিনা, তাসিনা, রিজুয়ান। সেই সময় নদীতে তলিয়ে যায় তারা। চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান গ্রামবাসীরা। এরপর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিন শিশুকেই মৃত বলে জানান।