Uttar Dinajpur: চোপড়ায় চা বাগানের জমি দখলে একাধিক গুলিবিদ্ধ

একটি চা বাগানের জমি দখলের ঘটনায় দুপক্ষের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) চোপড়া থানার হাপতিয়াগছ পঞ্চায়েতের আমবাড়ি এলাকা। ঘটনায় উভয়পক্ষের কয়েকজন জখম…

Central paramilitary forces deployed for security during Hanuman Jayanti celebrations

একটি চা বাগানের জমি দখলের ঘটনায় দুপক্ষের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) চোপড়া থানার হাপতিয়াগছ পঞ্চায়েতের আমবাড়ি এলাকা। ঘটনায় উভয়পক্ষের কয়েকজন জখম হয়েছেন। ছররা গুলি চালানোরও অভিযোগ উঠেছে। চারজনকে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় পেয়ারিলাল চা বাগানের মালিকানা বদল নিয়ে বেশ কয়েক মাস ধরে ঝামেলা চলছে। সেই জমি নিয়ে সোমবার ফের সংঘর্ষ বাধে। জমি বাঁচাতে চোপড়া ব্লক কমিটির উদ্যোগে আন্দোলন শুরু হয়।আন্দোলনকারীরা ঘাঁটি গেড়ে বসেছে।আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ বাধে। ব্লক সভাপতি সরকার মুর্মুকে বহিষ্কার করা হয়। সরকার মুর্মুর অভিযোগ, যেদিন দুষ্কৃতীরা হামলা চালায়। সেই গুলিতে কজন জখয় হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বাগানে ঝামেলা নিয়ে মালিকপক্ষের দুজন তীরের আঘাতে ঘায়েল হয়েছে। তাদের মেডিকেলে পাঠানো হচ্ছে। এদিনের ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আদিবাসী জমি রক্ষা কমিটির মুখপাত্রের কথায়, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

কয়েকজন জানান, “বাবা দাদাদের জমিতে ঘর করে থাকছিলেন তারা, সেখানেও নিরাপদ নয়। প্রথমে কোম্পানি নিয়েছিল। আগেরবার গুলিতে দুজন আহত হয়েছিল। এবারের ২০-২৫ জনকে তাদের পিছনে লাগিয়েছে। তাও পুলিশ প্রশাসন কিছু করছেনা। এখন চারজনকে নিয়ে গেছে, আগে নজনকে নিয়ে গেছে। অবস্থা সঙ্কটজনক।”