Jalpaiguri: বাংলাদেশ থেকে আসা যুবক-যুবতী রোহিঙ্গা সন্দেহে ধৃত

দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম খাইরুল আমিন (২১) ও যুবতীর নাম রেজিনা খাতুন…

Two suspected Rohingya bangladeshi arrested by Jalpaiguri district police

দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম খাইরুল আমিন (২১) ও যুবতীর নাম রেজিনা খাতুন (১৯)। তারা ময়নাগুড়ি থানার নতুন বন্দর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল।

Advertisements

ওই দুই যুবক যুবতীকে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। দুজনকে আটক করে পরিচয় জানার চেষ্টা করতেই তারা অসংলগ্ন কথা বলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ। দুই জনকে জিজ্ঞাসাবাদ করার পর তাদের গ্রেফতার করে পুলিশ।

   

জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাত জানিয়েছেন, ধৃত দুজন মায়ানমারের রোহিঙ্গা। ঘটনার তদন্ত চলছে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা বলেন, আটক দুই জন্যই সন্দেহজনক, আল কায়দার মত।

ধৃত এক অনুপ্রবেশকারী জানায় একজনের সাথে মোটরসাইকেল করে আসছিলো। সেই বাইক চালক পরে পালিয়েছে। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার কথা স্বীকার করেছে দুজনই।