Panchayat Election: সীমান্তে ভোটপ্রচারে বাধা BSF-দের, কমিশনকে জানাবে তৃণমূল

BSf Panchayat Elections

রাজ্যের শাসকদলকে ভোট (Panchayat election) প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিএসএফ এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের হিলি থানার অন্তর্গত আপ্তৈর গ্রামের হিন্দু মিশন এলাকায়। অভিযোগ,নির্বাচনী প্রচারে যেতে বাধা দেয় বিএসএফ। সূত্রের খবর, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে তৃণমূল। তৃণমূলের দাবি, বিরোধীদের সুবিধা করে দিতেই এই পন্থা গ্রহণ করেছে বিএসএফ।

Advertisements

উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ১৪টি গ্রাম ভারতীয় ভূখণ্ডের কাঁটাতারে ওপারে অবস্থিত অর্থাৎ বাংলাদেশে। এই গ্রামগুলির ভোটার সংখ্যা কয়েক হাজারের কাছাকাছি হবে। যে কোনও ভোটে সংশ্লিষ্ট এই গ্রামগুলিতে নজর থাকে প্রতিটি রাজনৈতিক দলের। কাঁটাতারের ওপারে অবস্থিত গ্রামগুলিতে তাদের প্রচার সম্পন্ন করেছে বিজেপি। তৃণমূল প্রচারে যাওয়ায় বিএসএফরা তাদের বাধা দেয়।

প্রসঙ্গত, তৃণমূলের দাবি করছে ওই দিন নিজেদের ছবি, পরিচয় পত্র, প্রার্থীর প্রমাণপত্র সব কাঁটাতারের ওপারে যাওয়ার চেষ্টা করেন তৃণমূলের দুই প্রার্থী। বিএসএফ এর কাছ থেকে ওপারে যাওয়ার অনুমতি চান তারা।অনুমতি দেননি জওয়ানরা।

Advertisements

এরপর বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে প্রচারে যান তৃণমূল প্রার্থীরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন।