Darjeeling : পুজোয় বাড়ছে টয় ট্রেনের সংখ্যা, দেরি না করে এখুনি টিকিট কাটুন

আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja)। আর এই পুজোর কয়েকটা দিন মানেই চলবে দেদার খাওয়া দাওয়া,…

আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja)। আর এই পুজোর কয়েকটা দিন মানেই চলবে দেদার খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং, হই হুল্লোড় আরো কত কী। তবে এমন অনেক বাঙালিই আছেন যারা একটু নিরিবিলিতে পুজোর কয়েকটা দিন কাটাতে চান। আর এক্ষেত্রে পাহাড় ছাড়া কিছুই মনা আসে না। ফলে পুজোর সময় যদি আপনার দার্জিলিং যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে আপনার জন্য রইল সুখবর। কারণ পুজোর সময় বাড়ানো হবে টয় ট্রেন (Toy Train)-এর সংখ্যা।

পর্যটকদের কথা মাথায় রেখে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে হিমালয়ান রেলওয়ে। এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর স্বাভাবিকভাবে খুশির হওয়া পর্যটকদের মধ্যে। শুধু তাই নয় শিয়ালদা নিউ জলপাইগুড়ি পরিষেবার সংখ্যাও বাড়ানো হবে।

ইতিমধ্যে হোটেলগুলিতে পূজার সময় বুকিং শেষ হয়ে গিয়েছে, পাওয়া যাচ্ছে না ট্রেনের কনফার্ম টিকিট। যদিও আশঙ্কা করা হচ্ছে, কোভিড আবহে এই বছর শৈল শহর দার্জিলিং এর লাগামছাড়া ভিড় হবে পর্যটকদের। সেই কারণেই পয়লা অক্টোবর থেকে অতিরিক্ত নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত একটি টয় ট্রেন চালানো হবে।

এ বিষয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখপাত্র সব্যসাচী দে জানিয়েছেন, “১লা অক্টোবর থেকে অতিরিক্ত জয় রাইড চালানো হবে। বর্তমানে দিনে ১টি ট্রেন NJP আসে। আরও একটি ট্রেন NJP পর্যন্ত চালানোর চিন্তাভাবনা চলছে। রংটং পর্যন্ত জঙ্গল সাফারিও বাড়ানো হতে পারে। ডিসেম্বর পর্যন্ত চলবে এই বাড়তি পরিষেবা।”