Darjeeling: লাইনচ্যুত দার্জিলিংয়ের টয় ট্রেন

বিখ্যাত ঘুম স্টেশনের কাছে লাইনচ্যুত টয় ট্রেন। বৃষ্টিতে ভিজতে থাকা দার্জিলিংয়ের (Darjeeling) কাছে ফের লাইন থেকে সরে গেল টয় ট্রেনের চাকা। তবে যাত্রীরা সুরক্ষিত। পর্যটন…

বিখ্যাত ঘুম স্টেশনের কাছে লাইনচ্যুত টয় ট্রেন। বৃষ্টিতে ভিজতে থাকা দার্জিলিংয়ের (Darjeeling) কাছে ফের লাইন থেকে সরে গেল টয় ট্রেনের চাকা। তবে যাত্রীরা সুরক্ষিত।

পর্যটন মরশুম শুরু হয়েছে। তবে আবহাওয়া খারাপ। এর মাঝেই দার্জিলিংয়ে শুরু হয়েছে পর্যটকদের আগমন। খারাপ আবহাওয়ার মাঝেই শনিবার সকালে টয় ট্রেনের দুর্ঘটনা। শনিবার সকালে ঘুম স্টেশন থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছিল টয় ট্রেনটি। মাঝপথে লাইন থেকে সরে যায় ট্রেনের চাকা। যাত্রীরা আতঙ্কিত হয়ে যান। তবে ঘুম স্টেশনের রেল কর্মীরা তাদের আশ্বস্ত করেন। টয় ট্রেনের চাকা লাইনে তোলার কাজ শুরু করেন তারা। ব্যস্ততা ঘুম থেকে দার্জিলিং যাওয়া রাস্তার উপর লাইন থেকে সরে গিয়ে হেলে থাকে টয় ট্রেন। এর জেরে যান চলাচলে সমস্যা হয়।

এমন দুর্ঘটনা আগেও ঘটেছে। এনজেপি, শিলিগুড়ি হয়ে দার্জিলিং যাওয়ার টয় ট্রেনের চাকা মাঝে মধ্যেই লাইন থেকে নেমে যায় বলে জানাচ্ছে রেল কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটাস্থলে পৌঁছায় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। বৃষ্টির মধ্যেই ট্রেনটিকে ফের লাইনে তুলে যাত্রা শুরু করা হয়েছে।