তৃণমূল দিয়েছিল ১০টি চাকরির বিরাট অফার: খগেন মুর্মু

সিপিআইএম ছেড়ে বিজেপিতে গিয়ে সাংসদ হয়েছেন খগেন মুর্মু (Khagen Murmu)। মালদা উত্তরের সাংসদের দাবি, তাঁকে তৃণমূল কংগ্রেস বিরাট অফার দিয়েছিল দলত্যাগের জন্য। তিনি বলেছেন, টিএমসিতে…

khagen murmu

সিপিআইএম ছেড়ে বিজেপিতে গিয়ে সাংসদ হয়েছেন খগেন মুর্মু (Khagen Murmu)। মালদা উত্তরের সাংসদের দাবি, তাঁকে তৃণমূল কংগ্রেস বিরাট অফার দিয়েছিল দলত্যাগের জন্য। তিনি বলেছেন, টিএমসিতে যোগদান করলে দেওয়া হবে ১০ টি সরকারি চাকরিও মোটা অঙ্কের টাকা। সেইসঙ্গে ক্যাবিনেটে জায়গা পাবেন।

সাংসদের এমন দাবির পর সরগরম পরিস্থিতি। তবে বাম শিবিরের অভিযোগ, তিনি সিপিআইএম ছেড়ে বিজেপিতে কত অফারে গেছিলেন তা স্পষ্ট করুন দ্রুত।বছরের

   

মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মুর বাড়িতে গিয়ে অফার দিয়েছিলেন তৃণমূলের প্রথম সারির নেতা। সিপিআইএম ছাড়ার কথা ভাবতেই বিরাট অফার এসেছিল বলে মন্তব্য করেছেন সাংসদ নিজেই।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগেই সিপিআইএম ত্যাগের পরিকল্পনা করেন খগেন মুর্মু। সেই সময়েই তৃণমূলের সেই নেতা এসে খগেন মুর্মুকে বিরাট অফার দিয়েছিল বলে দাবি তাঁর। তবে তিনি পরে বিজেপিতে যোগ দেন। বিজেপির সাংসদ হন।এবার ফের খগেন কে নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে তৃণমূলে যোগদান করতে পারেন তিনি।

কিন্তু সেই জল্পনার অবসান ঘটালেন সাংসদ নিজেই। শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সাংসদ বিজেপিতে রয়েছেন। সেই সময় দলের কর্মীদের হাত তুলে আশ্বস্ত করেন সাংসদ। তৃ়ণমূলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

এদিকে অর্জুন সিংয়ের মতো হাতগরমে বিজেপি ত্যাগ ঘটনা থেকে জল্পনার অবসান ঘটাতে নারাজ রাজনৈতিক মহল। কারণ, অর্জুনকে নিয়ে যতবারই জল্পনা হয়েছে তিনি জানিয়েছেন, তৃণমূলে যাচ্ছেন না। খগেন তেমন করতেই পারেন বলে মনে করা হচ্ছে।