Rahul Gandhi: পিছনে সিআইডি তাড়া করছে, আজ বাংলায় রাহুল গান্ধী

অসমে প্রবল জন-উন্মাদনা তৈরি করেছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা। নিয়ম ভেঙে মিছিল করা ও হিংসাত্মক পরিবেশ তৈরি করার অভিযোগে রাহল…

Rahul Gandhi sits on dharna in Assam

অসমে প্রবল জন-উন্মাদনা তৈরি করেছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা। নিয়ম ভেঙে মিছিল করা ও হিংসাত্মক পরিবেশ তৈরি করার অভিযোগে রাহল গান্ধীর বিরুদ্ধে তদন্ত করছে অসমের সিআইডি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন লোকসভা ভোটের পর রাহুল গান্ধীকে গ্রেফতার করব। এই পরিস্থিতিতে আজই অসম থেকে পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর সফর শুরু। তাঁকে তাড়া করছে অসমের সিআইডি! 

আজই রাজ্যে রাহুল। এই ন্যায় যাত্রা নিয়ে মুখ খুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা। তিনি একলা চলার বার্তা দেন।    করেছেতৃণমূল সুপ্রিমোকে পাল্টা তোপ দেগেছেন কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।  আর অসমের মতো বঙ্গ সিপিআইএম সমর্থন করেছে রাহুলের ন্যায় যাত্রাকে। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর দুই দফায় সাত জেলার ওপর দিয়েই ৫২৩ কিলোমিটারের  মহামিছিল। কংগ্রেসের শক্ত জমি, উত্তরবঙ্গের ৩টি জেলায়  বাড়তি ফোকাস কংগ্রেস সাংসদের।

সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “একটা কংগ্রেস দলের আহ্বানে ন্যায়যাত্রা, এর আগে আমাদের যুব ছাত্ররা ইনসাফ যাত্রা করেছিল। ইনসাফ যা ন্যায় ও তাই। গোটা দেশে ও রাজ্যে যা অন্যায় হচ্ছে তার প্রতিবাদে যে লড়াই করছে আমরা তাদের সাথে সামিল। আমরা তাতে সম্মতি জানাচ্ছি।”

ন্যায়যাত্রার ১২ দিনে কোচবিহার থেকে রাতেই অলিপুরদুয়ারে আসবেন রাহুল। শুক্র ও শনিবার বিশ্রামের পর রবিবার জলপাইগুড়ি, দার্জিলিং জেলার শিলিগুড়ি হয়ে উত্তর দিনাজপুর। পরে বিহারে ঢুকে হয়েই ফের মালদহ, মুর্শিদাবাদ। রাজ্যের রোডম্যাপ। রাহুলের যাত্রায় তৈরি প্রদেশ কংগ্রেস। কোচবিহারে সব দেখছেন অধীর। বুধবার সন্ধ্যায় বক্সিরহাটে প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্য কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরি-সহ অন্যান্য নেতৃত্ব।

রাহুল গান্ধীকে স্বাগত জানাতে তৈরি রাখা হয়েছে বৈরাতি নৃত্যের একটি বিশেষ দল। সেখানে অবশ্য নেতৃত্বদের মধ্যে অধীর রঞ্জন চৌধুরি ছাড়াও রাজ্য কংগ্রেসের অবজার্ভার আহমেদ মির-সহ একগুচ্ছ নেতা উপস্থিত থাকবেন।

কংগ্রেসের তরফে জানা গিয়েছে, ৬টি জেলা এবং ৬টি লোকসভা কেন্দ্রের ৫২৩ কিলোমিটার যাবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। দার্জিলিং, রায়গঞ্জ, উত্তর, দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদের দুটি লোকসভা আসন কভার করা হবে পাঁচদিনের মধ্যে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এটাই রাহুল গান্ধীর প্রথম বাংলা সফর।

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, “আমরা আশাবাদী রাহুলজির ভারত জয়যাত্রা বাংলার কংগ্রেস ইউনিটকে নতুন জীবন দেবে। এই যাত্রা শুধু সাংগঠনিক ভাবে নয়, লোকসভা ভোটের আগে নির্বাচনী প্রক্রিয়াতেও সাহায্য করবে।” বৃহস্পতিবার বিকেলে রাজ্যে প্রবেশ করে রাহুল ভাওয়ানি চক থেকে একটি পদযাত্রা পরিচালনা করবেন বলে জানালেন তিনি।