Indian Army : সেনা সেজে পাকিস্তানে তথ্য পাচার, ধৃত কাশ্মীরি যুবক

পাকিস্তানে চলছিল তথ্য পাচার। সামাজিক মাধ্যমে ফেক আইডি খুলে আদানপ্রদান চালিয়ে যাচ্ছিলেন কাশ্মীরের এক যুবক। মেঘনাদের মতো ভারতীয় সেনাও নজর রেখেছিল আড়াল থেকে। অবশেষে গ্রেফতার।…

পাকিস্তানে চলছিল তথ্য পাচার। সামাজিক মাধ্যমে ফেক আইডি খুলে আদানপ্রদান চালিয়ে যাচ্ছিলেন কাশ্মীরের এক যুবক। মেঘনাদের মতো ভারতীয় সেনাও নজর রেখেছিল আড়াল থেকে। অবশেষে গ্রেফতার।

শ্রীনগরের যুবক শক্তি পাল জাট। নিজেকে ভারতীয় সেনা জওয়ান বলে পরিচয় দিয়েছিলেন বলে অভিযোগ। ফেসবুক, হোয়াটসঅ্যাপে প্রোফাইল খুলেছিলেন সেনার মিথ্যা পরিচয় দিয়ে। সামাজিক মাধ্যমেই পাকিস্তানের সঙ্গে সে যোগাযোগ করেছিল বলে মনে করা হচ্ছে। ভুয়ো প্রোফাইলগুলোর সাহায্য কাশ্মীর থেকে তথ্য পাঠানো হচ্ছিল সীমানার ওপারে।

নিজেকে সেনার একজন হিসেবে দেখানোর জন্য চেষ্টায় কোনো ত্রুটি রাখতে চায়নি শক্ত পাল। সেনার পোশাক, ব্যাজ ইত্যাদি কিনে জওয়ান সেজে বসেছিল সে। ভারতীয় সেনার পক্ষ থেকে যে তার ওপর নজর রাখা হচ্ছে শক্তি সেটা বুঝতে পারেনি।

শক্তির গতিবিধি ভারতীয় সেনার চোখে আগেই পড়েছিল বলে জানা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে একেবারে নিশ্চিত করা হয়েছে। শক্তি আপাতত গারদে। জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে জয়পুরে।